সাউদাম্পটনে বৃষ্টির ভ্রুকুটি। ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে তৈরি হয়েছে সংশয়। বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ রয়েছে তুঙ্গে। তবে এখন বাধ সাধছে বৃষ্টি।
গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও থেকে থেকে ঝির ঝির করে শুরু হচ্ছে। বেলার দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই প্রথম দিনের কতটুকু ম্যাচ গড়াবে, আদৌ খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আপাতত বৃষ্টির কারণে খেলা শুরু হবে দেরীতে। পরিস্থিতি খতিয়ে দেখছেন ম্যাচ অফিসিয়ালরা।
সাউদাম্পটনে আজ ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই দল। তবে খারাপ আবহাওয়া ঐতিহাসিক ম্যাচে বাধ সাধতে পারে। আগেই বৃষ্টির কারণে ভারতীয় সময় সাড়ে তিনটা থেকে আধ ঘন্টা সামনে এগিয়ে তিনটায় অনুষ্ঠিত করার কথা ঠিক হয়। কিন্তু বৃষ্টির কারণে আড়াইটার সময় টস সম্ভব হয়নি। প্রথম সেশনে খেলা হবেনা বলেই জানা গেছে।
গতকালই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড তা করেনি। কিউইদের প্রথম একাদশ জানা যাবে টসের পরেই।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ(উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, টম লেথাম, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলাস, বিজে ওয়াটলিং(উইকেট রক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন