বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল। ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের ৯ জেলায় আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। যার মধ্যে ছিল কলকাতাও। বুধবার রাত থেকেই একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা। আর বৃষ্টি হলে সেমিফাইনাল হওয়া অসম্ভব। ইডেনে অবশ্য পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থাপনা আছে।
সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত একটি দিন ধরা থাকে। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সিএবি-কে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যেটি আজই গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোবে। আগামীকাল ওড়িশা উপকূলে এসে পৌঁছবে। তারপর ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, নদীয়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন