CFL: কলকাতা লিগের শুরুতেই হোঁচট, রেনবোর বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় দুই দলই। হতাশা নিয়েই ফিরতে হলো প্রিয় দলের জয় দেখতে মাঠে আসা হাজার হাজার সমর্থককে।
ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচ ড্র
ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচ ড্রছবি - সংগৃহীত
Published on

কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেতে হোঁচট খেতে হলো লাল হলুদ ব্রিগেডকে। কিশোর ভারতীতে রেনবো ম্যাচ গোলশূন্য ড্র করলো ইস্টবেঙ্গল

গত কয়েক বছরে কলকাতা লিগ, আইএসএল, ডুরান্ড কাপের ছবি ফের ফুটে উঠলো বৃহস্পতিবারের ম্যাচে। হতাশা নিয়েই ফিরতে হলো প্রিয় দলের জয় দেখতে মাঠে আসা হাজার হাজার সমর্থককে।

এদিন খেলার শুরুতেই রেনবোর শট বাঁচাতে গিয়ে আহত হন লাল-হলুদের গোলকিপার আদিত্য পাত্র। বহুক্ষণ তাঁকে মাঠে পড়ে থাকতে দেখা যায়। ফিজিয়ো এসে প্রাথমিক চিকিৎসা করলে ফের তিনি উঠে দাঁড়ান। পরে ২১ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। রিজার্ভ গোলকিপার নিশাদ নামেন পরিবর্তে। ম্যাচের ৯ মিনিট নাগাদ সহজ সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। তবে গোলের মুখে দাঁড়িয়ে তিন বারের চেষ্টাতেও গোলের মুখ খুলতে পারেনি ইষ্টবেঙ্গল।

১৬ মিনিটে রেনবো ফের সুযোগ তৈরি করেছিল। ইস্টবেঙ্গলের রক্ষণ ভেঙে গোলের কাছে পৌঁছেও সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি। বারের উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয়। ২৪ মিনিটে রেনবো ফের একটি সুযোগ তৈরি করলেও দুরন্ত সেভ করে বাঁচিয়ে দেয় পরিবর্ত গোলকিপার নিশাদ। পরে আবার রেনবো গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ম্যাচের ৪৪ মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু কাজে লাগাতে পারেনি তন্ময়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধে পরপর দু'টো সুযোগ নষ্ট করে লাল-হলুদ ব্রিগেড। ৪৮ মিনিটে কুশ ছেত্রী পুরো বল সাজিয়ে গোলের সামনে দিয়েছিলেন। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন মহম্মদ নিয়াস। খেলার ৫৫ মিনিটে বাঁ দিক থেকে তুহিনের ক্রস চমৎকার ভাবে ডিফেন্ড করেন সৌরভ দাশগুপ্ত। ৬৯ মিনিটে তুহিন দাস ফের গোলের সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষ হয় ০-০ ব্যবধানে।

ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচ ড্র
East Bengal: সকালে ভাই, বিকেলে দাদা - গিল ভাইদের সই করালো ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in