৮৬ তম টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েই ভারতীয় দাবাড়ুদের মধ্যে প্রথম স্থান দখল করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। দ্বিতীয় স্থানে নেমে গেলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।
নেদারল্যান্ডসের উইক আন জি-তে অনুষ্ঠিত হয়েছে টাটা সিটল দাবা প্রতিযোগিতা। বিশ্বের তারকা দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে ডিং লিরেনের মুখোমুখি হয়েছিলেন প্রজ্ঞানন্দ। গত ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। প্রথম থেকেই ভালো খেলতে থাকেন ভারতের এই তরুণ দাবাড়ু। ডিং লিরেনের বেশ কয়েকটি ভুল চালের সুযোগ নেন প্রজ্ঞানন্দ। ফলে অনায়াসে তাঁর জয় চলে আসে।
জেতার পর তিনি বলেন, "লিরেনকে দেখছিলাম অনেকগুলি ভুল চাল দিতে। সেটা অবশ্যই বিপরীতে থাকা প্লেয়ারের জন্য সহজ হয়ে যায়। এখন বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলে দারুন লাগে"।
উল্লেখ্য, বিশ্বনাথন আনন্দের পর প্রজ্ঞানন্দই দ্বিতীয় ভারতীয় যিনি ক্লাসিক দাবাতে কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন। আর এই প্রথম তিনি ভারতীয়দের তালিকাতেও প্রথম স্থানে উঠে এলেন।
এই জয়ের সুবাদে ভারতীয় দাবাড়ুদের তালিকায় টপকে গেলেন বিশ্বনাথন আনন্দকে। এই ম্যাচের আগে পর্যন্ত প্রজ্ঞানন্দের পয়েন্ট ছিল ২৭৪৩ এবং আনন্দের পয়েন্ট ছিল ২৭৪৮। ম্যাচের পর ৫.৩ পয়েন্ট পেয়ে মোট ২৭৪৮.৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন প্রজ্ঞানন্দ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন