টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ হেরে বেশ চাপে রয়েছে পাকিস্তান। পাক দলের হার নিয়ে এবার সরব হলেন প্রাক্তন পাক তারকা তথা পাক বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা। তাঁর মতে, পাক দলের মধ্যে আর কিছু নেই। কার্যত শেষ হয়ে গেছে দলটা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে পাকিস্তান দলকে। তারপরই দল নিয়ে ক্ষোভ উগরে দেন রামিজ রাজা। তিনি বলেন, বিশ্বকাপের মঞ্চে যাঁদের খেলানো হবে কেবল তাঁদেরই বেশি গুরুত্ব দেওয়া উচিত। জাতীয় দল নিয়ে এত গবেষণা করা উচিত নয়। তাতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। যার প্রভাব সরাসরি খেলার উপর পড়বে।
পাশাপাশি তিনি জানান, দলের ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল ওর্ডার কিছুই ঠিক নেই। ওপেনিং জুটিতে রাখা উচিত বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে। সেখানে আয়ুবকে রাখা হয়েছে। ইমাদকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। এইভাবে দলটাকে ভেঙে ফেলা হচ্ছে। দলটার সর্বনাশ করে দিয়েছে।
এর আগে পাকিস্তান দলের ব্যাটিং লাইন আপ দেখে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। তিনি বলেছিলেন, এটা পিএসএল নয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সামনেই টি-২০ বিশ্বকাপ। অধিনায়কের উচিত বেঞ্চে যাঁরা আছেন তাঁদের ক্ষমতা অনুযায়ী বুদ্ধির সাথে ব্যবহার করা। অধিনায়কের উচিত ইফতিকার এবং আজমকে আরও সময় ও বেশি ওভার দেওয়া। তাঁদের কাছ থেকে যদি আপনি ১২-১৪ রান আশা করেন তাহলে সেটা ঠিক নয়।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড সিরিজ পেলেও ভারত কোনো সিরিজ পায়নি। শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ভারত বনাম বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। বিশ্বকাপে নামার আগে এটাই শেষ ওয়ার্ম আপ ম্যাচ। ফলে টিমের সকলকেই দেখে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন