গতবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরেই বিদায় নিতে হয় বাংলাকে। এবার রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করে ফাইনালে জায়গা করে নিলেন মনোজ তিওয়ারিরা। চতুর্থ দিনের খেলা শেষে ফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিতই ছিল বাংলার। রবিবার বেশি কসরত করতে হলো না। ৩০৬ রানের বড় জয় এলো মনোজদের।
১৬ ই ফেব্রুয়ারী ক্রিকেটের নন্দন-কানন ইডেনে ফাইনালে নামবেন মনোজরা । ২০১৯-২০ মরসুমে ফাইনাল খেললেও সেবার সৌরাষ্ট্রর কাছে হার মেনে নিতে হয়েছিল বাংলাকে। এবার সুযোগ দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। ১৯৮৯-৯০ মরসুমের পর আবারও রঞ্জি জয়ের মুখে বাংলা।
এই ম্যাচে জয়ের জন্য ৫৪৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা মধ্যপ্রদেশ ২৪১ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসে বাংলার করা ৪৩৮ রানের জবাবে ১৭০ রানেই অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। ফলো অন করানোর সুযোগ থাকলেও বাংলা ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং ২৭৯ রান যোগ করে। জবাবে ব্যাট করতে নেমে প্রদীপ্ত প্রামাণিকের অন্যবদ্য স্পেলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না শ্রীবাস্তবরা।
দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত তুলে নিয়েছেন ৫ টি উইকেট। এছাড়াও মুকেশ কুমার নেন জোড়া উইকেট। একটি করে উইকেট নেন আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ। দুই ইনিংস মিলিয়ে মোট ৬'টি উইকেট নিয়ে কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও ম্যাচ সেরা নির্বাচিত হলেন আকাশ দীপ।
মধ্যপ্রদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শতরান করেছিলেন অনুষ্টুপ মজুমদার (১২০) এবং সুদীপ ঘরামি। দ্বিতীয় ইনিংসে অনুষ্টুপের ব্যাটে আসে ৮০ রান। এছাড়াও ৬০* রানে অপরাজিত থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাকে বড় লীড এনে দিয়েছিলেন প্রদীপ্ত প্রামাণিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন