বাংলার সামনে সুযোগ ছিল দীর্ঘ ৩৩ বছর পরে ফের রঞ্জি ট্রফির খেতাব ঘরে তোলার। তবে সে স্বপ্ন অধরাই থাকলো মনোজদের। ইতিহাসের পুনরাবৃত্তি করলো সৌরাষ্ট্র। ২০১৯-২০ মরশুমের পর আবারো বাংলাকে হারিয়ে ভারত সেরা হলো জয়দেব উনাদকাটরা।
আগাগোড়া দাপট দেখিয়েই রঞ্জি ট্রফি ঘরে তুললো সৌরাষ্ট্র। ইডেনে প্রথম ইনিংসে জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়ার আগুন ঝরানো বোলিংএর সামনে ১৭৪ রানেই অল আউট হয়ে যায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রান করে বাংলাকে কোণঠাসা করে দেয় সৌরাষ্ট্র।
দ্বিতীয় ইনিংসে অনুষ্টুপ মজুমদার (৬১) ও মনোজ তিওয়ারি (৬৮) লড়াই শেষ হতেই জয়ের দোরগোড়ায় এসে পৌঁছান উনাদকাটরা। জয়ের জন্য জয়ের জন্য ১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা সৌরাষ্ট্র ২.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায়।
প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৩টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৮৫ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন জয়দেব উনাদকাট। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট।
টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন অর্পিত বাসবদা। ১০ ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেন অর্পিত। তিনি ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন