বাইশ গজে ইতিহাস গড়লেন বিহারের ২২ বর্ষীয় ক্রিকেটার সাকিবুল গনি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচেই ত্রিশত রান করে রেকর্ড গড়লেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে আজ পর্যন্ত কোনো ব্যাটার অভিষেক ম্যাচেই এই কীর্তি রচনা করতে পারেননি। যা করে দেখালেন গনি। অভিষেক ম্যাচেই রঞ্জি ট্রফির সমস্ত আলো কেড়ে নিয়েছেন বিহারের এই ব্যাটার। কলকাতার মাটিতে দাঁড়িয়ে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে ৩৮৭ বলে ৩০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ম্যাচে গনির ইনিংস সাজানো রয়েছে ৫০ টি বাউন্ডারির মাধ্যমে।
মিজোরামের বিপক্ষে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বিহারের শুরুটা ভালো না হলেও সাকিবুল গনি এবং বাবুল কুমার বিহারকে এগিয়ে নিয়ে যান দুরন্ত ছন্দে। চতুর্থ উইকেটে বাবুল কুমার এবং সাকিবুল ৭৫৬ বলে ৫৩৮ রানের পার্টনারশিপ গড়েন। সাকিবুলের ব্যাটে আসে এক ঐতিহাসিক ইনিংস। দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করে নিজের নামে নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি। পুরো ইনিংসে সাকিবুল গনি ৪০৫ বলে ৩৪১ রান করেছেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৫৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড ছিলো মধ্যপ্রদেশের ব্যাটার অজয় রোহেরার। ২০১৮-১৯ রঞ্জি মরশুমে ২৬৭ রান করে এই কীর্তি গড়েন তিনি। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন বিহারের সাকিবুল গনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন