Ranji Trophy: এমনিতেই কোণঠাসা বাংলা, তার ওপর চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের তারকা ব্যাটার

এই পরিস্থিতিতে সরাসরি ম্যাচ জেতা ছাড়া বাংলার আর কোনো বিকল্প রাস্তা নেই। এই চাপের মুখে ফের ম্যাচের দ্বিতীয় দিনে চোট-আঘাত সমস্যায় দুশ্চিন্তায় পড়লেন মনোজ তিওয়ারিরা।
সুদীপ ঘরামি
সুদীপ ঘরামিছবি - সংগৃহীত
Published on

মাত্র ১৭৪ রানেই শেষ হয়েছে বাংলার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ছে সৌরাষ্ট্র। দেড়শো রানের কাছাকাছি লিড পেয়ে গেছে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ায় ম্যাচ ড্র হলেও রঞ্জি ট্রফি উঠবে সৌরাষ্ট্রের হাতে। এই পরিস্থিতিতে সরাসরি ম্যাচ জেতা ছাড়া বাংলার আর কোনো বিকল্প রাস্তা নেই। এই চাপের মুখে ফের ম্যাচের দ্বিতীয় দিনে চোট-আঘাত সমস্যায় দুশ্চিন্তায় পড়লেন মনোজ তিওয়ারিরা।

দ্বিতীয় দিনের চায়ের বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলার অন্যতম সেরা ব্যাটার সুদীপ ঘরামি। সৌরাষ্ট্র ইনিংসের ৬৪তম ওভারে মুকেশ কুমারের শেষ বলে বাউন্ডারি মারেন অর্পিত বাসবদা। সেই বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় বাঁ-কাঁধে চোট পেয়ে বসেন সুদীপ। এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে চলে যান তিনি।

চলতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সুদীপ ঘরামি। ১০ ম্যাচের ১৭ট ইনিংসে তিনি ৭৮৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। তাঁর থেকে বাংলার হয়ে বেশি রান করেছেন কেবল অনুষ্টুপ মজুমদার(৮০৬)। সার্বিকভাবে চলতি রঞ্জি ট্রফির ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন সুদীপ। দ্বিতীয় ইনিংসে সুদীপ না থাকলে বড় সমস্যায় পড়তে পারেন মনোজ তিওয়ারিরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলার থেকে প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে গিয়েছে সৌরাষ্ট্র। ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৩১৭ রান। সৌরাষ্ট্রর হয়ে ৮১* রানে ব্যাট করছেন অর্পিত বাসবদা। তাঁর সঙ্গী চিরাগ জেনি ব্যাট করছেন ৫৭* রানে।

সুদীপ ঘরামি
IND vs AUS: রেকর্ড গড়লেন জাদেজা, ২৬৩ রানে অল আউট অস্ট্রেলিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in