রঞ্জিতে দুরন্ত জয় বাংলার। হরিয়ানার বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন মনোজ তিওয়ারিরা। এক ইনিংস ও ৫০ রানে হারল হরিয়ানা।
চলতি রঞ্জি ট্রফিতে বাংলার ক্রিকেটাররা যে ছন্দে রয়েছেন তা তাঁদের খেলা দেখলেই বোঝা যায়। এখনও একটি ম্যাচও হারেনি বাংলা। ৬ ম্যাচে ৪টি-তে জয়। পয়েন্ট ৩২। প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে এসেছিল বড় রান। তিনি ২৪৫ বল খেলে ১৪৫ রান করেন। শুভঙ্কর করেন ৯৭ বলে ৩০ রান করেন। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ওপেনার হিসেবে করণ লালকে নামালেও তিনি মাত্র ২০ রানে আউট হয়ে যান। বাংলার হয়ে অর্ধ্বশত রান করেন অভিমন্যু। ৮১ বল খেলার বিনিময়ে তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। তাছাড়া উইকেটরক্ষক অভিষেক ৮৩ বলে ৪৯ রান করেন।
হরিয়ানার প্রথম ইনিংসে সুমিত কুমার ৭৪ বল খেলে ৭০ রানে অপরাজিত থাকেন। তিনি বাদে আর কেউ বেশি রান করতে সক্ষম হননি। চৈতন্য বিষ্ণোই করেন ২৮ রান। দ্বিতীয় ইনিংসে যুবরাজ সিং ১৮৭ বল খেলে করেন ৭৮ রান। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও হরিয়ানার হয়ে দ্বিতীয় ইনিংসে ১৫৬ বল খেলে ৫৫ রান করেন চৈতন্য বিষ্ণোই।
অন্যদিকে ব্যাটে ২২ রান করলেও দাপুটে বোলিং করেন বাংলার স্পিনার আকাশ দীপ। তাঁর বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হরিয়ানার ব্যাটিং। দু'টি ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৬১ রানের বিনিময়ে নেন ৫টি। দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নেন ৫১ রানের বিনিময়ে। ম্যাচের সেরাও হয়েছেন আকাশ দীপ। তৃতীয় দিনেই হরিয়ানাকে ফলো-অন করায় বাংলা। ম্যাচের সেরা আকাশ দীপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন