সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে বাংলা ক্রিকেটে আর এক সৌরভের আগমন সৌরভ পাল। আর অভিষেকেই বোঝালেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। ৯৬ রান করে আউট হয়ে সেঞ্চুরি মিস করলেও দলকে ভালো জায়গায় এনে দিয়ে গেলেন।
কাস্টমস থেকে ইস্টবেঙ্গলে তাঁকে নিয়ে আসেন কোচ আব্দুল মোনায়ম। যিনি ময়দানে তথা বাংলা ক্রিকেটে একের পর এক তারকা জন্ম দিয়েছেন। মোনায়েম বলছিলেন, ‘ছেলেটাকে প্রথম দিন থেকেই ভালো লেগে গিয়েছিল। ওপেনারের যে গুণ দরকার, সব আছে ওর। সবচেয়ে বড় কথা হল, ধৈর্য ধরতে জানে। বল ছাড়ার গুণটা আছে ওর মধ্যে। এ ছেলে অনেক দূর যাবে।
তিনি আরও বলেন, যখন বাংলা টিমে সুযোগ পেল, তখন সৌরভকে বলেছিলাম, ‘আমি যখন মোহনবাগানের কোচ ছিলাম, ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে সুযোগ পেয়েছিল। তোমাকেও সেই চেষ্টা করতে হবে।’ উইকেটকিপার হিসেবে কিন্তু সৌরভ বেশ ভালো। যদি এগোতে পারে, বাংলা থেকে ভারতীয় টিমে নতুন মুখ পেয়ে যাব আমরা।
অন্ধ্রপ্রদেশের বিরূদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু হয়েছে বাংলা দলের। রঞ্জির প্রথম ম্যাচ বিশাখাপত্তনমে খেলছে বাংলা দল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। এদিন বাংলা টপ অর্ডার ব্যর্থ হলেও এই জুটি বাংলাকে তুলে ধরে।
বাংলা দলে এদিন তিনজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ, শ্রেয়াংশ ঘোষ ও সৌরভ পাল । ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকায় অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমারকে পায়নি বাংলা। চোটের কারণে দলে নেই শাহবাজ আহমেদ।নতুন ওপেনিং জুটি নামাতে হয়েছে। সৌরভ পাল অভিষেক ম্যাচে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অপর ওপেনার শ্রেয়াংশ এদিন হতাশ করেছেন।
বাংলা দলের প্রথম একাদশ -
শ্রেয়াংশ ঘোষ, সৌরভ পাল, সুদীপ কুমার ঘরামি, মনোজ তিওয়ারি (অধিনায়ক), মজুমদার, অভিষেক পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, মহম্মদ কাইফ, আকাশদীপ, ঈশান পোড়েল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন