চূড়ান্ত হয়ে গেল রঞ্জি ট্রফির শেষ আট দল। এবারে নক আউট পর্বে উঠতেই পারেনি গতবারের রানার্স বাংলা। তবে গত মরশুমের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র শেষ আটে জায়গা করে নিয়েছে।
রঞ্জি ট্রফির প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু'টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ এ থেকে প্রথম দুটি দল হল বিদর্ভ এবং সৌরাষ্ট্র। বিদর্ভের পয়েন্ট ৩৩ এবং সৌরাষ্ট্রের পয়েন্ট ২৮।
গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে মুম্বই এবং অন্ধ্রপ্রদেশ। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই এবং ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্র। গ্রুপ সি থেকে সুযোগ পেয়েছে তামিলনাড়ু (২৮) এবং কর্ণাটক (২৭) । গ্রুপ ডি থেকে শেষ আটে উঠেছে মধ্যপ্রদেশ (৩২) এবং বরোদা (২৬)।
বিদর্ভের মুখোমুখি হবে কর্ণাটক। মধ্যপ্রদেশের বিপক্ষে খেলবে অন্ধ্র। বরোদার সামনে মুম্বই এবং তামিলনাড়ুর প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩০ টা থেকে ম্যাচগুলি শুরু হবে।
এছাড়া প্লেট গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল পরের মরশুমে এলিট গ্রুপে সুযোগ পাবে। সেই দুটি দল হল হায়দরাবাদ (৪০) এবং মেঘালয় (২৬)। এছাড়া এলিট গ্রুপগুলির মধ্যে সব থেকে কম পয়েন্ট থাকা দুটি দল প্লেট গ্রুপে অবনমন হবে। সেই তালিকায় আছে মণিপুর (০) এবং গোয়া (৪)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন