Raphael Varane: আন্তর্জাতিক কেরিয়ারের পর ফুটবলকেও বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার

People's Reporter: ২০১১-২০২১, ১০ বছর খেলেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের হয়ে। রিয়েল মাদ্রিদের হয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি।
রাফায়েল ভারানে
রাফায়েল ভারানেছবি - রাফায়েল ভারানের ফেসবুক ওয়াল
Published on

আন্তর্জাতিক কেরিয়ারের পর ক্লাব কেরিয়ার থেকেও অবসর নিলেন তারকা ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানান তিনি। ৩১ বছর বয়সেই ফুটবল জীবনের ইতি টানলেন ভারানে।

২০২৪ সালে ইতালির ক্লাব কোমোতে যোগ দিয়েছিলেন ফরাসি ডিফেন্ডার। কিন্তু চোটের কারণে সম্ভবত বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারানে জানান, ''সব ভালোরই শেষ আছে। আমি নিজের কেরিয়ারে অনেক চ্যালেঞ্জ নিয়েছি। সবগুলিই কার্যত অসম্ভব বলে মনে হয়েছিল কিন্তু পাস করেছি। যে খেলাকে সবথেকে ভালোবাসি তাকেই বিদায় জানাতে হল। আমি নিজেকে এক ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছি এবং এইভাবেই বিদায় নিতে চাই।''

তিনি আরও লেখেন, ''আমার কোনও অনুশোচনা নেই। আমি স্বপ্নের চেয়েও বেশি কিছু জিতেছি। আমি যা পেয়েছি সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি নিজের খেলার মাধ্যমে সকলকে গর্বিত করতে পেরেছি।''

২০১৩ সালে ফ্রান্সের জাতীয় দলে অভিষেক হয় রাফায়েল ভারানের। ২০২২ পর্যন্ত মোট ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী দলের নিয়মিত সদস্য ছিলেন ভারানে। ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সি গায়ে তার শেষ ম্যাচ। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ভারানে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব কেরিয়ারেও যথেষ্ট সফল ভারানে। ২০১১-২০২১, ১০ বছর খেলেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের হয়ে। রিয়েল মাদ্রিদের হয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। তিনি রিয়েলের হয়ে ৩টি লা লিগা, একটি কোপা ডেল রে, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ৪টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন।

মাদ্রিদের পর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। রেড ডেভিলসদের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ডিফেন্ডার। এই ক্লাবের হয়ে ইএফএল কাপ এবং এফএ কাপ চ্যাম্পিয়ন হন ভারানে।

রাফায়েল ভারানে
Vinesh Phogat: কেন ডোপ টেস্ট করেননি? - ১৪ দিনের মধ্যে জবাব তলব করে ভীনেশকে নোটিশ NADA-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in