'জীবনে ৪-৫ জন বন্ধুই যথেষ্ট' - অশ্বিনের 'সতীর্থরা সহকর্মী' মন্তব্যের সোজসাপটা জবাব শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেন, আমার কাছে সব সময় সকলেই সতীর্থই ছিল। একজনের কতজন ঘনিষ্ঠ বন্ধু দরকার? কাউকে জিজ্ঞেস করলে বলবে, জীবনে ৪-৫ জন যথেষ্ট।
'জীবনে ৪-৫ জন বন্ধুই যথেষ্ট' - অশ্বিনের 'সতীর্থরা সহকর্মী' মন্তব্যের সোজসাপটা জবাব শাস্ত্রীর
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। টেস্ট চলাকালীনই টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। ভারত ফাইনালে হেরে যাওয়ার পর সেই সমালোচনা আরও বৃদ্ধি পায়।

অশ্বিনের মতো বোলারকে বসিয়ে রেখে ফাইনালে টিম খেলানোর জন্য বেশ কটাক্ষ হজম করতে হয় কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মাকে। টেস্ট চ্যাম্পিয়নশীপের হারের পর মুখ খোলেন অশ্বিন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন যে, ভারতীয় ড্রেসিংরুমে তাঁর খুব কম 'বন্ধু' রয়েছে, বেশিরভাগই 'সহকর্মী'। অশ্বিনের এই মন্তব্যে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী।

ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, "আমার কাছে সব সময় সকলেই সতীর্থই ছিল। একজনের কতজন ঘনিষ্ঠ বন্ধু দরকার? কাউকে জিজ্ঞেস করলে বলবে, জীবনে ৪-৫ জন যথেষ্ট। আমার জীবনে পাঁচ জন ঘনিষ্ঠ বন্ধুই যথেষ্ট। এর বেশি আমার দরকার নেই। আমি বলতে চাইছি, সব সময়ই সতীর্থ ছিল। সে ধারাভাষ্যের বক্স হোক বা ড্রেসিং রুম।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেছিলেন, "এটা এমন এক যুগ যেখানে সবাই সহকর্মী। এক সময় যখন ক্রিকেট খেলা হত, তখন তোমার সব সতীর্থ বন্ধু ছিল। এখন, তারা সহকর্মী। সময়টা অনেক বদলে গিয়েছে। এখন সাজঘরে বসে থাকা এক ক্রিকেটার তার ডানে বাঁয়ে বসে থাকা পাশের ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই কারুর কাছে কথা বলার সময় থাকে না।"

'জীবনে ৪-৫ জন বন্ধুই যথেষ্ট' - অশ্বিনের 'সতীর্থরা সহকর্মী' মন্তব্যের সোজসাপটা জবাব শাস্ত্রীর
জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আর কী করতে হবে? সরফরাজকে পরামর্শ দিলেন গাভাসকার!
'জীবনে ৪-৫ জন বন্ধুই যথেষ্ট' - অশ্বিনের 'সতীর্থরা সহকর্মী' মন্তব্যের সোজসাপটা জবাব শাস্ত্রীর
নির্বাচক কমিটির প্রধানের পদে শেহওয়াগ? জল্পনা ওড়ালেন নিজেই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in