বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার কাছে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে সুযোগ না পাওয়ার আক্ষেপ কিছুতেই ভুলতে পারছেন না ভারতের তারকা স্পিনার অশ্বিন। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর নিজের হতাশার কথা জানালেন দেশের তারকা স্পিনার।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩৩ বার ৫ উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের মধ্যে অশ্বিনের চেয়ে বেশি বার পাঁচ বা তার বেশি উইকেট এক ইনিংসে নিয়েছেন অনিল কুম্বলে। ৩৫ বার এই কীর্তি গড়েছেন কুম্বলে। সার্বিকভাবে টেস্টে সবচেয়ে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় অশ্বিন রয়েছেন ষষ্ঠ স্থানে। গতকাল ২৪.৩ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। মূলত তাঁর দাপটেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় মাত্র ১৫০ রানে। দুর্দান্ত পারফর্ম্যান্সের পর অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন।
অশ্বিন বলেন, "এটা খুব কঠিন। আমি সেই সম্পর্কে বলছি, যখন একজন ক্রিকেটার হিসেবে, আপনি ডব্লিউটিসি ফাইনালের বাইরে থাকেন । কিন্তু আমি যদি ড্রেসিংরুমের ভিতরেও চুপ করে বসে থাকতাম তাহলে অন্যদের থেকে পার্থক্য কী থাকতো আমার? আমরা যখন ডব্লিউটিসি ফাইনালে গিয়েছিলাম, তখন আমি খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত ছিলাম। খেলার জন্য পরিকল্পনা করেছিলাম আবার না খেলার জন্যও প্রস্তুত ছিলাম"।
ডব্লিউটিসি জেতাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দলে জায়গা না পেলেও তিনি কোনও না কোনওভাবে দলে অবদান রাখতে চেয়েছিলেন এবং তিনি করেছিলেন। ড্রেসিংরুমের পরিবেশ বজায় রাখছিলেন। কিন্তু দল জিততে পারেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন