ICC Test Rankings: শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন, বড় লাফ দিলেন বিরাট কোহলি

বর্ডার-গাভাসকার ট্রফিতে অশ্বিন নেন ২৬ উইকেট। এই পারফর্ম্যান্সের সৌজন্যেই ব্রিটিশ তারকাকে পেছনে ফেলে দেন তিনি। অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৮৬৯। অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৫৯।
ভারতীয় দল
ভারতীয় দলছবি BCCI-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক। জিমি অ্যান্ডারসনকে পেছনে ফেলে নতুন প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিং-এ বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন তিনি। বড় লাফ দিয়েছেন বিরাট কোহলিও। ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ সাত ধাপ এগিয়ে এসে ১৩ নম্বরে জায়গা করেছেন বিরাট কোহলি।

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আমেদাবাদে শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬ টি উইকেট একাই তুলে নেন অশ্বিন। সবমিলিয়ে এই সিরিজে অশ্বিন নেন ২৬ উইকেট। এই পারফর্ম্যান্সের সৌজন্যেই ব্রিটিশ তারকাকে পেছনে ফেলে দেন তিনি। অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৮৬৯। অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৫৯।

বোলিং বিভাগে শীর্ষ দশে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিনি রয়েছেন নবম স্থানে। অলরাউন্ডার বিভাগে শীর্ষে রয়েছে জাদেজা। অশ্বিন অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন দ্বিতীয় স্থানে।

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি দীর্ঘ তিন বছরেরও বেশি অপেক্ষার পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। আমেদাবাদে ১৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। যার ফলে টেস্ট র‍্যাঙ্কিং-এও বড় লাফ দিলেন। তবে শীর্ষ দশে জায়গা করে নিতে পারেননি। ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ দশে রয়েছেন ঋষভ পান্ত এবং রোহিত শর্মা। পান্ত রয়েছেন নবম স্থানে এবং রোহিত রয়েছেন দশম স্থানে।

বর্ডার গাভাসকার ট্রফিতে সর্বোচ্চ রান করেছেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। ৩৩৩ রান করেছেন তিনি। এর ফলে দু'ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছেন খোয়াজা। উন্নতি ঘটেছে ক্যামেরন গ্রিনেরও। আমেদাবাদে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা গ্রিন ১১ ধাপ এগিয়ে এসে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ ২৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ভারতীয় দল
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা প্রতারণা! গ্রেফতার IPL খেলা ক্রিকেটার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in