রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দুর্দান্ত শতরান করেছেন শুবমান গিল। চলতি আইপিএলে এটি তাঁর টানা দ্বিতীয় শতরান। পাঁচটি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারির মাধ্যমে ৫২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন গিল। গুজরাট টাইটানস ম্যাচ জেতে ৬ উইকেটে। ম্যাচের সেরা হন শুবমান। আর আরসিবি এই হারের সাথে সাথেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। বিরাটরা হেরে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গালোরের কিছু সমর্থক বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন। গিলকে রীতিমতো কটূক্তি করতে থাকেন তাঁরা।
কেউ কেউ লেখেন, গিল যেনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন। এখানেই শেষ নয়। শুবমানের পাশাপাশি তাঁর বোনকেও অশ্লীল ভাষায় আক্রমণ করতে থাকেন আরসিবি সমর্থকদের একাংশ। তাঁকে শ্লীলতাহানির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামে গতকালের ম্যাচের কিছু ছবি শেয়ার করেন শুবমানের বোন শাহনীল। তাঁর পোস্টে অশ্লীল মন্তব্য করতে থাকেন আরসিবি সমর্থকদের একাংশ। অনেকে ঋষভ পান্তের দুর্ঘটনার ছবি পোস্ট করে লেখেন, এটা ঋষভের না হয়ে, গিলের গাড়ি হতে পারতো। কেউ আবার বলেন, গিলের সাথে যেনো এমনটা (গাড়ি দুর্ঘটনা) হয়। যদিও অধিকাংশ আরসিবি সমর্থকরা এই ঘটনার বিরোধিতা করে গিলকে তাঁর ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল, বিরাট কোহলির ৬১ বলে অপরাজিত ১০১ রানের ওপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট। বিরাট, ডু প্লেসিরা এই ম্যাচ জিতলে প্লে অফে তাদের জায়গা পাকা হয়ে যেত। সেক্ষেত্রে বাদ পড়তে হতো মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু গুজরাটের কাছে আরসিবি হেরে যায়। সেইসঙ্গে চলতি আইপিএলের সফরও শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন