আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চোটের কারণে ছিটকে গিয়েছেন রেসে টপলি এবং রজত পাতিদার। এবার তাদের বদলি হিসেবে নতুন দুই ক্রিকেটারের নাম ঘোষণা করলো আরসিবি। টপলির বদলে দলে এসেছেন প্রোটিয়া তারকা ওয়েন পার্নেল এবং পাতিদারের জায়গায় নেওয়া হয়েছে ব্যাসক বিজয় কুমারকে।
২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টপলি। ডান কাঁধে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে যান এই ইংলিশ তারকা। যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন তিনি। তাঁর পরিবর্তে পার্নেলকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে ব্যাঙ্গালোর।
ওয়েন পার্নেল দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬টি টি-টোয়েন্টি, ৬টি টেস্ট এবং ৭৩টি ওডিআই ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিয়েছেন ৫৯ টি উইকেট। আইপিএলে ২৬ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট।
অন্যদিকে অ্যাকিলিসের চোটে ছিটকে গিয়েছেন রজত পাতিদার। চলতি আইপিএলে একটিও ম্যাচে দেখা যাবে না তাঁকে। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ব্যাসক বিজয় কুমারকে। বিজয় কুমার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ২০ লক্ষ টাকায় আরসিবি তাঁকে নিয়েছে পাতিদারের জায়গায়। এখনও পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিজয়। উইকেট নিয়েছেন ২২টি।
চলতি আইপিএলে প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছেন ফাফ ডু প্লেসিরা। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮১ রানে হারতে হয়েছে তাঁদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন