চ্যাম্পিয়নস লীগে ধাক্কা খেলেও লা লিগায় ছুটছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। গতরাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে লা লিগার ফার্স্ট বয় রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে এই ম্যাচে করিম বেনজেমা একটি গোল করেছেন এবং দুটি গোল করিয়েছেন। বেনজেমা-ভিনিসিয়াস-অ্যাসেনসিও ত্রয়ীর গোলে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে আনচেলত্তিদের। একইদিনে ফেলিক্স-সুয়ারেজ-কোরেয়ার গোলে ওসাসুনাকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ফরাসী লীগে নঁতের বিপক্ষে হেরে মরশুমের দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে পিএসজি।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষকে কার্যত পাত্তাই দেয়নি রিয়াল। প্রথমার্ধে আলাভেস রিয়েলের আক্রমণ প্রতিরোধ করলেও দ্বিতীয়ার্ধে তা আর সম্ভব হয়নি। ৬৩ মিনিটে করিম বেনজেমার পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন অ্যাসেনসিও। ৮০ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ভিনিসিয়াসের পা থেকে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে আলাভেসকে শেষ গোলটি হজম করান করিম বেনজেমা।
রিয়ালের মতো এদিন প্রতিবেশী অ্যাটলেটিকোও জয় পেয়েছে ৩-০ গোলে। ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধের শুরুতেই জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সুয়ারেজ এবং ৮৯ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে বড় জয় তুলে নেয় দিয়েগো সিমিওনেরা।
অন্যদিকে ফরাসী লীগে মেসি-এমবাপ্পে-নেইমার একত্রে শুরু করলেও লীগে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলো পিএসজি। নঁতের বিপক্ষে এদিন প্রথমার্ধেই মাউনি, মেরলিন, ব্লাসের গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মেসিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমার একটি মাত্র গোল করেন পিএসজির হয়ে। ৫৯ মিনিটে পেনাল্টি উপহার পেলেও তা কাজে লাগাতে পারেননি নেইমার। ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় নঁতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন