শনিবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়েল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। ১৫তম খেতাব জয়ের লক্ষ্যে নামছে রিয়েল মাদ্রিদ। অন্যদিকে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছে বরুসিয়া। তবে পরিসংখ্যান বলছে এগিয়ে রয়েছে রিয়েল মাদ্রিদ।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বিভক্ত হবেন জার্মান ও স্প্যানিশরা। ভারতীয় সময় আজ রাত ১২.৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। ফাইনালে নামার আগে দুই দলকেই বেশ আত্মবিশ্বাসী লাগছে।
পরিসংখ্যান বলছে রিয়েল মাদ্রিদ এবং বরুসিয়া ১৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে রিয়েল জিতেছে ৬ বার এবং জার্মান ক্লাবটি জেতে ৩ বার। বাকি ৫ বার ম্যাচ ড্র হয়েছে। তবে ফাইনাল ম্যাচে পরিসংখ্যান কোনো কাজে লাগে না সেটা সকলেই জানেন। স্নায়ুর চাপ যে দল ধরে রাখতে পারবে সেই দলই চ্যাম্পিয়ন হবে।
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা ক্লাব হলো রিয়েল মাদ্রিদ। কারণ তারা এখনও পর্যন্ত ১৪টি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে (১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০২২)। এবার জিতলে ১৫তম খেতাব হবে।
অন্যদিকে ১৯৯৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বরুসিয়া ডর্টমুন্ড। ২০১৩ সালে ফাইনালে উঠেও স্বদেশী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল তাদের। তাই ফের একবার খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করার দৌড়ে বরুসিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন