এগিয়ে থেকেও রিয়েল মাদ্রিদের কাছে হারতে হলো বায়ার্ন মিউনিখকে। পরিবর্ত হিসেবে নামা হোসেলুর জোড়া গোলে স্বপ্নভঙ্গ হলো জার্মান ক্লাবের। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে বায়ার্নকে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ ড্র (২-২) হওয়ার পর দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল রিয়েল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরু থেকেই অনবদ্য খেলতে থাকে রিয়েল। একের পর এক আক্রমণ করতে থাকেন ভিনিসিয়াস, রদ্রিগোরা। কিন্তু বার বার ‘জার্মান প্রাচীর’ ম্যানুয়েল ন্যুয়ারের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছিল স্প্যানিশ ক্লাব। প্রথমার্ধে বেশ কয়েকটি শট নেয় বায়ার্নও। কিন্তু কোনো কাজ হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফিরে আসে বায়ার্ন। যার ফলস্বরূপ ম্যাচের ৬৮ মিনিটে ডেভিসের গোলে এগিয়ে যায় তারা। একটা সময় মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়াই হবে দুই জার্মান ক্লাবের মধ্যে। কিন্তু নাটক তখনও বাকি ছিল। পরিবর্ত হিসেবে নামা হোসেলুর জোড়া গোলে ফাইনালে উঠলো রিয়েল। ৮৮ মিনিটে প্রথম গোল করেন তিনি। ঠিক ৩ মিনিট পরই আরও একটা গোল। ৯ মিনিট খেলে ২টি শট নিয়েছিলেন হোসেলু। সেই দুটি শটই হাজার হাজার রিয়েল সমর্থকের স্বপ্ন বাঁচিয়ে রাখলো। ৪-৩ অ্যাগ্রিগেটে ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্টরা।
ভারতীয় সময় আগামী ১ জুন মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৫ তম খেতাব জয়ের লক্ষ্যে নামবে রিয়েল। অন্যদিকে রিয়েলকে হারিয়ে দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার স্বপ্ন দেখছে বরুসিয়া ডর্টমুন্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন