আগামী ১০ ই মে উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তার আগে ৭ ই মে রয়েছে কোপ দেল'রের ফাইনাল। এই সময় বড় ধাক্কা খেলো স্প্যানিশ ক্লাবটি। চোট পেয়েছেন দলের ক্রোয়েট মহাতারকা লুকা মড্রিচ। যে কারণে এই দুই বড় ম্যাচে মড্রিচের খেলা অনিশ্চিত।
গত মঙ্গলবার জিরোনার বিপক্ষে খেলার সময় বাম ঊরুতে চোট পান মদ্রিচ। সেই ম্যাচের ৬৩ মিনিটে তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। তখন অবশ্য চোটের ব্যাপারে আন্দাজ করা যায়নি। রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করেছে, ঊরুতে চোট পেয়েছেন ক্রোয়েট মিডফিল্ডার।
অনুমান করা হচ্ছে, মড্রিচের চোট সারতে কমপক্ষে দশ দিন সময় লাগবে। সেক্ষেত্রে কোপ দেল'রের ফাইনাল কিংবা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগ - দুটোই মিস করতে পারেন তিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, "মড্রিচ এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও অজানা এবং আমরা জানি না সে কোপার ফাইনাল খেলতে পারবে কিনা। আমরা আহত। তবে এটাই ফুটবল এবং এমনটা হতেই পারে। আশা করি সে দ্রুত সেরে উঠবে।"
আজ ভারতীয় সময় রাত দশটায় স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রয়েছে রিয়াল সোসিয়েদদের বিপক্ষে ম্যাচ। এরপর ৭ ই মে রয়েছে কোপা দেল'রের ফাইনাল। যেখানে রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা। ১০ ই মে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে কার্লো আনচেলত্তির দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন