পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে মাঠেই সানস্ট্রোক রিচা ঘোষের! চিকিৎসা চলছে বাংলার মেয়ের

১২ তম ওভারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিচা। মাঠের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। ফিজিয়ো এসে গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। পরে তাঁকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।
রিচা ঘোষ
রিচা ঘোষগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ওম্যানস এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন বাংলার মেয়ে রিচা ঘোষ। প্রাথমিক চিকিৎসায় অনুমান করা হচ্ছে প্রখর রোদে সানস্ট্রোক হয়েছে রিচার। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটারকে ড্রেসিংরুমে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে।

পাকিস্তানের ইনিংসের ১২ তম ওভারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিচা। মাঠের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তাঁর এই পরিস্থিতি দেখে দৌড়ে যান দলের বাকি সতীর্থরা। ফিজিয়ো এসে গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি দেখে তাঁকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসায় অনুমান করা হচ্ছে সানস্ট্রোক হয়েছে রিচার। শিলিগুড়ির এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। চিকিৎসার পর সুস্থ হলে আজ তিনি ব্যাট হাতে নামবেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। এরপর তাঁর খেলতে নামার সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত তাঁর বদলে উইকেটরক্ষক হিসেবে শেফালি ভার্মা গ্লাভস হাতে পরেছেন।

বাংলাদেশের সিলেটে এদিন প্রথম দফায় ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে পাকিস্তান। নিদা দার ৩৭ বলে ৫৬ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া পাক অধিনায়ক বিসমাহ মারুফ ৩২ রান করেন।

ভারতের হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এছাড়াও ৪ ওভারে ২৩ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার। একটি উইকেট নিয়েছেন রেনুকা সিং।

রিচা ঘোষ
BCCI: প্রেসিডেন্ট পদের জন্য উঠে আসছে রজার বিনির নাম, লড়াই থেকে কি সরে দাঁড়ালেন সৌরভ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in