মুম্বইয়ের মাটিতে ইতিহাস রচনা করলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি করে সকলকে অবাক করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ বলে ৫২ রান করলেন রিচা।
রিচার ইনিংস দেখে অনেকেরই সৌরভ গাঙ্গুলির লর্ডসের মাঠে ঐতিহাসিক ইনিংসের কথা মনে পড়তেই পারে। নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। রিচার ব্যাট থেকে সেঞ্চুরি না এলেও যথেষ্ট দক্ষ ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করলেন তিনি।
ভারতীয় মহিলা ক্রিকেট দলে এর আগে কোনো বাঙালি ক্রিকেটারের অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি আসেনি। বিসিসিআই-র তরফ থেকে বলা হয়েছে, অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখলেন রিচা। সতীর্থ, বাবা-মা সকলেই তাঁর এই ইনিংসের প্রশংসা করছেন।
টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২১৯ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের প্রথম ইনিংস শুরু হয়ে দুর্দান্ত ভাবে। শেফালি বর্মা করেন ৪০ রান এবং স্মৃতি মান্ধানা করেন ৭৪ রান। স্নেহ রানা ৯ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১১৩ রানের পার্টনারশিপ করেন রিচা ঘোষ এবং জেমিমা রড্রিগেজ (৭৩)। প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন দীপ্তি শর্মা (৬০) ও পূজা (৩০)। রান হয়েছে ৩৬৩। ওয়ানখেড়ে স্টেডিয়ামে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন