Vinicius Junior: 'ভিনি নয়, হেরেছে ফুটবল...' - রদ্রি ব্যালন ডি'অর জিততেই কটাক্ষ আরেক ব্রাজিলিয়ানের

People's Reporter: রিচার্লিসন বলেন, ব্রাজিলিয়নরা রাত জেগেছিল শুধু ভিনির বিশ্বসেরা হওয়ার মুহূর্তটা উপভোগ করবেন বলে। দুর্ভাগ্যবশত, কেউ মানদণ্ড বুঝতে পারেনি, পুরস্কার আসেনি। আমাকে ভুল বুঝবেন না।'
ভিনিসিয়াস জুনিয়র
ভিনিসিয়াস জুনিয়রছবি - ভিনিসিয়াস জুনিয়রের ফেসবুক পেজ
Published on

পুরুষদের মধ্যে ২০২৪ ব্যালন ডি'অর খেতাব জয়ী হয়েছেন স্পেনের রদ্রি। তারপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একাংশ ফুটবল সমর্থদের অভিযোগ, ভিনিসিয়াসের 'প্রাপ্য' সম্মান অন্য কাউকে দেওয়া হয়েছে। অনেকে আবার দাবি করেছেন ভিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

খেতাব জয়ীদের তালিকা প্রকাশের আগে পর্যন্ত প্রায় সকলেই ধরে নিয়েছিলেন ২০২৪ ব্যালন ডি'অর জিততে চলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু বাস্তবে ফলাফল অন্য হয়। এরপরই অনেকে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলছেন। ফল প্রকাশের পরই এক্স মাধ্যমে সরব হন ভিনিসিয়াস। তিনি লেখেন, 'প্রয়োজনে আমি ১০ গুণ চেষ্টা করব। কিন্তু তাঁরা প্রস্তুত নন'।

টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা আরেক ব্রাজিলিয়ান রিচার্লিসন ভিনির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ব্রাজিলিয়নরা রাত জেগেছিল শুধু ভিনির বিশ্বসেরা হওয়ার মুহূর্তটা উপভোগ করবেন বলে। দুর্ভাগ্যবশত, কেউ মানদণ্ড বুঝতে পারেনি, পুরস্কার আসেনি। আমাকে ভুল বুঝবেন না।'

তিনি আরও বলেন, 'রদ্রি অবশ্যই সেরাদের মধ্যে থাকারই যোগ্য। কিন্তু ভিনির পুরস্কার না জেতাটা সত্যি বেদনাদায়ক। ভিনি হারেনি। হেরেছে ফুটবল। আমার মনে আছে ভিনি বলেছিল যে তার স্বপ্ন একদিন ব্রাজিল তার জন্য উল্লাস করবে। সেই দিনটা এটাই হতে পারত। কিন্তু সেতা হল না। তুমি বিশ্বসেরা। একটা ট্রফি সেটার পরিবর্তন করতে পারে না।'

গত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত পারফর্ম করেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা এবং লা লিগা জিতেছেন। অন্যদিকে ম্যান সিটির হয়ে দুরন্ত পারফর্ম করেন রদ্রি। সিটির হয়ে গোটা মরসুমে ১২টি গোল ১৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। সেরার সেরা হয়ে আপ্লুত রদ্রি। ১৯৬০ সালে শেষবার স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। দীর্ঘ ৬৪ বছর পর স্পেনকে গর্বিত করলেন রদ্রি।

ভিনিসিয়াস জুনিয়র
Ballon d'or: ব্যালন ডি'অর-এ আধিপত্য স্পেনের! উদীয়মান তারকা ইয়ামাল, ফের সেরা গোলকিপার মার্টিনেজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in