দলে নেই ঋষভ পন্ত। কিন্তু তাঁর ব্যাট থেকেই এলো হাফ সেঞ্চুরি! হ্যাঁ এটাই সম্ভব করে দেখালেন ঈশান কিষাণ। আর পি ১৭ (RP 17) লেখা ব্যাটে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধ শতরান করলেন তিনি। তারপরই ঋষভকে ধন্যবাদ জানান এই তরুণ তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে অ্যাডভান্টেজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কার্যত ঝোড়ো ব্যাটিং করেন বিরাটরা। রোহিতের ব্যাট থেকে আসে তাঁর কেরিয়ারের দ্রুততম অর্ধশতরান। ৩৫ বলে ৫০ করেন। ঈশান কিষান করেন ৩৩ বলে ৫০। যা ভারতীয়দের মধ্যে টেস্টে পঞ্চম দ্রুততম অর্ধশতরান।
এই অর্ধশতরান করার পর ঈশান যখন ব্যাটটি সকলের সামনে তুলে ধরেন তখন দেখা যায় তাতে লেখা আর পি ১৭। মানে ঋষভ পন্তের নাম এবং তাঁর জার্সি নম্বর। কিন্তু ঋষভের নাম লেখার কারণ কী?
ঈশান বলেন, 'ঋষভের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে গিয়েছিলাম। তখন ঋষভের কাছ থেকে ভালো ব্যাটিং করার জন্য পরামর্শ নিয়েছিলাম। আমরা এক সাথে অনেক ম্যাচও খেলেছিলাম। ফলে তাঁকে বিশেষ ধন্যবাদ জানাই'।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে ডিক্লেয়ার করে দেয় রোহিতরা। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য প্রয়োজন ২৮৯ রান। অন্যদিকে ভারতের দরকার ৮ উইকেট।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। নিজের শহর রুরকি যাওয়ার পথে দিল্লি-দেরাদুন হাইওয়েতে তাঁর মার্সিডিজ গাড়িটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায়। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন ঋষভ। তারপর থেকেই ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি প্র্যাকটিসও করছেন তিনি। সকলেই চাইছেন আসন্ন বিশ্বকাপে যেন তাঁকে দেশের জার্সিতে দেখতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন