দু'বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই শতরান করলেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজের ৬ নম্বর সেঞ্চুরি করলেন পন্থ।
দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাটাররা। প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ঋষভের ব্যাট থেকে শতরান এল। ৬৩৩ দিন পর তিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন। ১২৮ বলে ১০৯ রান করে আউট হন ঋষভ। তাঁর ইনিংসে ১৩টি চার ও ৪টি ছক্কা রয়েছে। ৮৫.১৬ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। নিজের শহর রুরকি যাওয়ার পথে দিল্লি-দেরাদুন হাইওয়েতে তাঁর মার্সিডিজ গাড়িটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায়। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন ঋষভ। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেটে ফেরেন ঋষভ। নিজেকে ফের প্রমাণ করেন তিনি।
ঋষভের সেঞ্চুরিতে সাহায্য করেন শুবমন গিল। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শতরান করলেন তিনি। ৫১৪ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন শুবমন গিল। তিনি ১০টা চার এবং ৪টি ছয় মেরেছেন। কে এল রাহুল অপরাজিত থাকেন ১৯ বলে ২২ রানে।
দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা নেন ১টি করে উইকেট। মেইদি হাসান মিরাজ নেন ২টি উইকেট। ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে ৪ উইকেটের বিনিময়ে। বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে ৫১৫ রান করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন