গত সপ্তাহেই ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসির পাশাপাশি এই সম্মান জেতার দৌড়ে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভনডস্কি। তবে সেরার সম্মান উঠেছে মেসির হাতেই। রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর খেতাব হাতে নেওয়ার সময় কোপা জয়ী আর্জেন্টাইন তারকা তাঁর প্রতিদ্বন্দ্বীর কৃতিত্ব স্বীকার করে দাবি করেছিলেন ২০২০ সালের ব্যালন ডি'অর লেভনডস্কিরই পাওয়া উচিত ছিলো। সেই প্রসঙ্গে এবার বোমা ফাটালেন সেরা স্ট্রাইকারের সম্মান জেতা লেভনডস্কি।
ব্যালন ডি’অরের খেতাব হাতে নিয়ে লেভনডস্কিকে নিয়ে মেসি বলেছিলেন,"রবার্ট, আপনার সাথে লড়াই করতে পারাটা সম্মানের। আমি মনে করি ফ্রান্স ফুটবল আপনাকে আপনার ২০২০ ব্যালন ডি'অর প্রদান করবে। ২০২০ সালের ব্যালন ডি'অর টা আপনারই পাওনা ছিলো।"
২০২১ সালের ব্যালন ডি'অর মেসির হাতে ওঠাটা মেনে নিতে পারেননি অনেক ফুটবল বোদ্ধারা। টনি ক্রুজ, ইকার ক্যাসিয়াস, লোথার ম্যাথাউস, অলিভার কান এবং য়ুর্গেন ক্লপ সহ অনেকেই জানান লেভনডস্কিই এই সম্মানের দাবিদার। ২০২০ সালে গোলের বন্যা বইয়েছেন লেভনডস্কি। ২০২১ সালেও তাঁর প্রদর্শন নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠার জায়গা নেই। তবে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে সেরা স্ট্রাইকারের সম্মান নিয়েই। অনেকে আবার বলেছেন, যোগ্য লেভনডস্কিকে ব্যালন ডি’অর থেকে বঞ্চিত করা হচ্ছে তাই মান রাখতে নতুন করে সেরা স্ট্রাইকারের সম্মান দেওয়া হয়েছে।
এতদিন ব্যালন ডি’অর প্রসঙ্গে মুখ খোলেননি লেভা। সম্প্রতি পোলিশ সংবাদ মাধ্যম কানালে স্পোর্টোভিমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন লেভনডস্কি। বায়ার্ন মহাতারকা ব্যালন ডি’অর না জেতার প্রসঙ্গে জানান, "আমি বলতে পারিনা আমি খুশি। বরং উল্টোটাই বলবো। আমি দুঃখ পেয়েছি। আমি মেসিকে সম্মান করি। যেভাবে তিনি খেলেন, তিনি যা অর্জন করেছেন তা তাঁর প্রাপ্য। তাঁর সঙ্গে আমি লড়াই করেছি। এটা প্রমাণ করে আমি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি।"
এরপরেই মেসির ব্যালন ডি’অর জেতার পর তাঁকে নিয়ে মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন লেভা। মেসির মন্তব্যের উত্তর দিতে গিয়ে কার্যত বোমা ফাটালেন তিনি। লেভনডস্কি বলেন, "২০২০ সালের পুরস্কার জেতার জন্য আমার কোনো আগ্রহই নেই। একজন মহান খেলোয়াড়ের কাছ থেকে বক্তব্যটা (মেসির ২০২১ ব্যালন ডি’অর জেতার বিবৃতিতে) ফাঁকা বুলি না হয়ে, আর একটু আন্তরিক ও বিনয়ী হলে বেশি পছন্দ করতাম।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন