সাত ম্যাচের জন্য নির্বাসিত হলেন টটেনহ্যাম হটস্পারের উরুগুয়ান তারকা রডরিগো বেন্টানকুর। সম্প্রতি এক টেলিভিশন শো চলাকালীন তিনি তাঁর সতীর্থ সন হিউং-মিং এবং দক্ষিণ কোরিয়ার মানুষদের প্রতি বর্ণবাদী মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের শাস্তি হিসেবে তাঁকে সাত ম্যাচের জন্য নির্বাসিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এছাড়াও তাঁকে বড়ো অঙ্কের জরিমানা করা হয়েছে।
সোমবার এফএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ফুটবলার অনুপযুক্ত ভাবে বিবৃতি দিয়েছেন এবং অপমানজনক শব্দ ব্যবহার করেছে। যা ফুটবলকে কলঙ্কিত করেছে।
চলতি বছরের জুন মাসে উরুগুয়ান টিভির অনুষ্ঠান ‘পোর লা কামিসেটা’ (Por La Camiseta) অনুষ্ঠানে সঞ্চালক রাফা কোটেলো যখন বেন্টানকুরকে খেলোয়াড়দের শার্ট সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই শার্ট সনির আত্মীয়েরও হতে পারে। কারণ ওরা সবাই একইরকম। যদিও এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ইন্সটাগ্রামে ক্ষমা চেয়ে নেন বেন্টানকুর এবং বলেন এটা আমার দিক থেকে ‘খুব খারাপ রসিকতা’ (Very Bad Joke) হয়ে গেছে এবং আমি এই বক্তব্যের মাধ্যমে কোনোভাবেই ওকে অসম্মান বা ছোটো করতে চাইনি।
বেন্টানকুর ক্ষমা চাইবার পর সন-ও বিষয়টিকে নিয়ে আর কথা বাড়াতে চাননি। তিনি বলেন, আমার সতীর্থ একটা ভুল করে ফেলেছে। আমার মনে হয়না ও ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করার জন্য কিছু বলেছে। আমরা একটি দলের সদস্য এবং ওই বক্তব্যের জন্য আমাদের মধ্যে কোনও মনোমালিন্য হয়নি। আমরা একসঙ্গে হয়ে আমাদের ক্লাবের জন্য লড়াই করবো।
যদিও জুন মাসের এই ঘটনা নিয়েই পরবর্তী সময়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। এই ঘটনার জেরে এক কমিশন বেন্টাকুরকে ১ লক্ষ পাউন্ড বা ১ লক্ষ ২৬ হাজার আমেরিকান ডলার জরিমানা করেছে। যদিও এই জরিমানার বিরুদ্ধে আপিল করতে পারবেন বেন্টানকুর বলেও জানানো হয়েছে। এছাড়াও তাঁকে মুখোমুখি শিক্ষামূলক আলোচনার জন্য উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে এফএ। আগামী ১১ মার্চের মধ্যে এই বিষয় সম্পূর্ণ করতে হবে। যদিও এই বিষয়ে বেন্টাকুর বা তাঁর ক্লাব টটেনহ্যাম হটস্পার এখনও কোনও মন্তব্য করেনি।
বেন্টানকুরকে যে সাত ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে তা শুধুমাত্র ঘরোয়া ম্যাচের জন্য। অর্থাৎ ২৭ বছর বয়সী উরুগুয়ান তারকা ক্লাবের হয়ে আগামী সাতটি ঘরোয়া ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু ইউরোপিয়ান লিগে তিনি খেলতে পারবেন। এই টুর্নামেন্টে আগামী ২৮ নভেম্বর রোমার বিরুদ্ধে মাঠে নামবে টটেনহ্যাম হটস্পার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন