বিসিসিআই-এর নির্বাচন ঘিরে জোর জল্পনা। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের জন্য বিসিসিআই-এর সভাপতি পদের জন্য লড়বেন না সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকরা একটি বৈঠকে বসেছিলেন। সেখানেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে সচিব জয় শাহও নাকি এবার সভাপতি হওয়ার দৌড়ে থাকছেন না। বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনির এগিয়ে রয়েছেন বলে খবর।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও নির্বাচক বিনি এবার কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকবেন। এর আগে কেএসসিএ-র প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকতেন সচিব সন্তোষ মেনন। বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধূমল এবং বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন একটি বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সৌরভ দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন না। জয় শাহ লড়বেন বোর্ড সচিব পদের জন্য।
বিসিসিআইয়ের নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে চলছে। কোন রাজ্য সংস্থা থেকে কারা প্রতিনিধিত্ব করবেন সেই তালিকাও প্রায় চূড়ান্ত। বোর্ড অনুমোদিত ৩৮টির মধ্যে ৩৫টি সংস্থাই নিজেদের প্রতিনিধির নাম জমা দিয়েছে। রেলওয়েজ, সার্ভিসেস ও ইউনিভার্সিটি আরও কিছুটা সময় চেয়েছে।
১৮ ই অক্টোবর নির্বাচন। তার আগে ১২ ই অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকবেন। ৩৫ জনের তালিকায় নাম রয়েছে হরিয়ানা থেকে বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর। রাজস্থানের প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট। হায়দরাবাদ থেকে প্রতিনিধিত্ব করবেন মহম্মদ আজহারউদ্দিন। সৌরাষ্ট্র থেকে থাকবেন জয়দেব শাহ, বিদর্ভ থেকে প্রাক্তন বিসিসিআই ও আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের পুত্র অদ্বৈত মনোহর। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন