মুম্বই টেস্টের প্রথম দিনেই চাপে ভারত। রোহিত-বিরাটের ব্যাটিং ব্যর্থতার জেরে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে ভারত। এখনও পিছিয়ে ১৪৯ রানে।
শুক্রবার মুম্বই টেস্টের শুরুটা ভালোই করেছিল ভারত। ওয়াশিংটন এবং জাদেজার ঘূর্ণিতে ২৩৫ রানেই শেষ হয়ে যায় কিউইদের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং (৭১) এবং ড্যারিল মিচেল (৮২) ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি।
ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করেন আজ। টেস্ট ক্রিকেটে এই নিয়ে মোট ১৪ বার এক ইনিংসে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। তিনি আউট করেন উইল ইয়ং, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোদি এবং ম্যাট হেনরিকে।
৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। কিউই অধিনায়ক টম ল্যাথাম, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল এবং এজাজ প্যাটেলকে ফেরান সুন্দর। ১টি উইকেট নেন আকাশ দীপ।
জবাবে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হন রোহিত শর্মা। ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন 'হিটম্যান'। দ্বিতীয় উইকেটে যশস্বী এবং শুবমন গিলের মধ্যে ৫০ রানের বেশি পার্টনারশিপও হয়। সেই পার্টনারশিপে ফাটল ধরান এজাজ প্যাটেল। ৩০ রানে আউট হন যশস্বী। 'নাইট ওয়াচম্যান' হিসেবে নামা মহম্মদ সিরাজ প্রথম বলেই আউট হন। নামতে হয় কোহলিকে। কিন্তু কোহলিও নিজের উইকেট কার্যত নিউজিল্যান্ডকে উপহার দিলেন। দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন তিনি।
দিনের শেষ ১২ বলে ভারত ৮ রান করার পাশাপাশি ৩ উইকেট হারায় ভারত। ১ রানে অপরাজিত আছেন ঋষভ পন্থ এবং ৩১ রানে অপরাজিত আছেন শুবমন গিল।
অন্যদিকে ভারতীয় সমর্থকদের চিন্তায় রেখেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং। এই দুই তারকা ব্যাটারই খুবই অভিজ্ঞ। তাঁদের লাগাতার ব্যর্থ হতে দেখে অনেকেই হতাশ হয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন