কোহলির হাত থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েছেন রোহিত শর্মা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলেছিলো ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্ব নিয়ে। সেই জল্পনাতেই সিলমোহর পড়লো। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলী। বুধবার ট্যুইট করে বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করেছে ওডিআই ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত। কেবলমাত্র টেস্ট দলের নেতৃত্বে থাকলেন বিরাট।
বিরাটকে সরিয়ে রোহিতের কাঁধে একদিনের অধিনায়কত্ব তুলে দেওয়ার আগে রোহিত ও কোহলি দুজনের সাথেই নির্বাচকেরা কথা বলেছেন বলে জানা গিয়েছে। রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চান সে বিষয়েও জানতে চাওয়া হয়। রোহিতের উত্তর বিবেচনা করে তাঁর হাতেই তুলে দেওয়া হয় ৫০ ওভারের ক্রিকেটের দায় ভার।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। পাশাপাশি, রাহানের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বিরাটের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হলো রোহিতকে।
বুধবারই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করছে নির্বাচকেরা। রাহানের পরিবর্তে রোহিত শর্মাকে সহ অধিনায়ক নিযুক্ত করায় প্রশ্ন উঠেছে টেস্ট ক্রিকেটে রাহানের ভবিষ্যত নিয়ে।
এক নজরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক),রোহিত শর্মা (সহ-অধিনায়ক),মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ(উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর এবং মহম্মদ সিরাজ।
স্ট্যান্ড-বাই: নভদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার এবং আরজান নাগওয়াসওয়াল্লা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন