তৃতীয় টেস্ট জিতে পিচ নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, পিচ তৈরিতে আমাদের কোনও ভূমিকা থাকে না। একই পিচে ওরাও খেলেছে আমরাও খেলেছি।
ঘরের মাঠে ঘূর্ণি পিচ নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১২২ রানে শেষ হওয়ার পরই শুরু হয়েছে পিচ বিতর্ক। যা নিয়ে সরব হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেন, এই ধরণের উইকেটে জেতা আমাদের কাছে নতুন নয়। এর আগেও আমরা এই রকম পিচে খেলেছি। তবে পিচ তৈরিতে আমাদের কোনও ভূমিকা নেই। ঘূর্ণি পিচ অবশ্যই বাড়তি সুবিধা দেয় আমাদের। কিন্তু তার মানে এই নয় আমরা নিজেরা নির্দেশ দিয়ে পিচ বানাই।
তিনি আরও বলেন, আমরা যে কোনো পিচে ম্যাচ জিততে পারি। সেটা অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা। সেখানেও তো আমরা জিতেছি। পিচ যেমনই হোক আমাদের লক্ষ্য থাকে শুধু জয়। ম্যাচের আগে আমরা পিচ দেখি। কিন্তু তার মানে এটা না যে পিচ পরিবর্তন করে দিই।
পাশাপাশি ভারত অধিনায়ক জানান, ঘূর্ণি পিচে আমরা সাফল্য পাই। এটা আমাদের বাড়তি সুবিধা। যাঁরা বলছেন জেতার জন্য ঘূর্ণি পিচ বানিয়েছি তাঁরা ভুল জানেন।
অন্যদিকে তৃতীয় টেস্ট জিতে ৫ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। এই টেস্ট জিতলে সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন