রোহিতদের হারের সঙ্গী হল পাকিস্তান

ভারতের পাশাপাশি এদিন হারের মুখ দেখলো প্রতিবেশী পাকিস্তানও। করাচিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে মহম্মদ রিজওয়ানের ৬৮ রানের পর অভিষিক্ত লুক উডের ৩ উইকেটে পাকিস্তানকে ১৫৮ রানে বেঁধে ফেলে ইংল্যান্ড।
রোহিতদের হারের সঙ্গী হল পাকিস্তান
ফাইল চিত্র
Published on

রোহিতদের হারের সঙ্গী হল পাকিস্তান। গতরাতে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে ইন্ডিয়া। একইসময় করাচিতে সফরকারী দল ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে বিতর্ক বাবর আজমদের।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও হার বাঁচাতে পারেনি রোহিত বাহিনী। লোকেশ রাহুল(৫৫), সূর্যকুমার যাদবের(৪৬) পর ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে ৭১ রানে অপরাজিত থেকে দলের হয়ে রানের পাহাড় গড়েন তিনি। তবে চার বল হাতে রেখেই সেই পাহাড় টপকে যান অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেন ক্যামেরান গ্রিন এবং উইকেটকিপার ম্যাথু ওয়েড। ওপেন করতে নেমে ৮ টি বাউন্ডারি এবং ৪ টি বিশাল ছক্কার মাধ্যমে ৩০ বলে ৬১ রান করেন এই ২৩ বর্ষীয় অজি তরুণ। গ্রিনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন স্টিভ স্মিথ। স্মিথের ব্যাট থেকে আসে ৩৫। গ্রিন-স্মিথ দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যাওয়ার পর অবশ্য চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাথু ওয়েডের ২১ বলে অপরাজিত ৪৫ রানের ঝড়ো ইনিংস ৪ বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়।

ভারতের পাশাপাশি এদিন হারের মুখ দেখলো প্রতিবেশী পাকিস্তানও। করাচিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে মহম্মদ রিজওয়ানের ৬৮ রানের পর অভিষিক্ত লুক উডের ৩ উইকেটে পাকিস্তানকে ১৫৮ রানে বেঁধে ফেলে ইংল্যান্ড। তিন বছর পর দলে ফেরা অ্যালেক্স হেলসের ৫৩ রান ও হ্যারি ব্রুকের ৪২* রানে সেই সংগ্রহ টপকে জয় দিয়ে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড।

এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২০০০ রান পূর্ণ করেছেন মহম্মদ রিজওয়ান। দ্রুততম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই রান সংগ্রহের রেকর্ডে বাবর আজমের সাথে একই আসনে বসছেন রিজওয়ান।  বাবরের মতো রিজওয়ানও ৫২ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন।

রোহিতদের হারের সঙ্গী হল পাকিস্তান
IND VS AUS: রোহিত-বিরাটের পর তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে বড় নজির লোকেশ রাহুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in