কাতার বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্ন পূরণ করেছেন এমি মার্টিনেজ। তাঁর হাত ধরেই ৩৬ বছর পরে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। নেদারল্যান্ডস ম্যাচ এবং পরে বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজের হাতই ট্রাইবেকারে জেতায় আর্জেন্টিনাকে। কলকাতায় এসে রোনাল্ডো ও মেসির মধ্যে বিরাট পার্থক্য গড়ে দিলেন তিনি।
মঙ্গলবার কলকাতায় মিলন মেলার অনুষ্ঠানে এসে মার্টিনেজ বিশ্বকাপ স্মৃতিতে গিয়ে জানালেন, "নেদারল্যান্ডস ম্যাচটায় সত্যিকারের চাপের মধ্যে পড়ে যাই। সেখানে চাপের অভ্যাসটা হয়ে যাওয়ায় ফাইনালে ট্রাইবেকারে অসুবিধা হয়নি তেমন। সেরা খেলোয়াড় মেসি, তাঁর হাতে বিশ্বকাপ তুলে দিতে পেরেছি ভালো লাগছে। মেসিকে আমরা বিশ্বসেরা বলি। ওকে আমরা সিংহও বলি"।
একইসঙ্গে তাঁর মুখে শোনা গেল রোনাল্ডোর প্রসঙ্গ। মেসি না রোনাল্ডো, কে সেরা? পর্তুগিজ তারকাকে গুরুত্বই দিলেন না মার্টিনেজ। দুই ফুটবল তারকার মধ্যে পার্থক্য কোথায় তা অকপটে বুঝিয়ে দিলেন। এমি বলেন, “রোনাল্ডো শুধুমাত্র একজন ফুটবলার। কিন্তু মেসি অন্য গ্রহের। তাঁর জায়গা কেউ নিতে পারবে না।”
বিশ্বকাপ জেতার পরে মার্টিনেজ কিলিয়ান এমবাপের উদ্দেশ্য খারাপ ভঙ্গি করেন যা নিয়ে বিতর্ক হয়। যদিও মার্টিনেজ এদিন জানালেন এমবাপে তাঁর খুব ভালো বন্ধু। তিনি এও বলেন, ভালো লাগছে কলকাতায় এসে। জানতাম না ভারতে এতো ফুটবল সমর্থক আছে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। এদিন ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা মার্টিনেজকে তাঁদের ক্লাবের উত্তরীয় পড়িয়ে বরণ করিয়ে নেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের ইলিশ আর মোহনবাগানের চিংড়ি তাঁকে দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন