Cristiano Ronaldo: ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল রোনাল্ডোর! ট্যুইটারে ভাইরাল সেই গোলের ভিডিও

প্রতিপক্ষের তিন জন ফুটবলার সামনে দেওয়াল তৈরি করেছিলেন। রোনাল্ডোর শক্তিশালী শট সেই দেওয়াল ভেদ করে চলে যায়। প্রতিপক্ষের গোলকিপার নাগলই পাননি বলের।
ক্রিশ্চিনায়ো রোনাল্ডো
ক্রিশ্চিনায়ো রোনাল্ডোছবি রোনাল্ডোর ফেসবুক পেজ
Published on

৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা দেখে রীতিমত বিস্মিত সিআর সেভেন ভক্তরা। ট্যুইটারে সেই গোলের ভিডিও ঝড় তুলেছে। ৩৮-এর 'বুড়ো' রোনাল্ডোর এই ঝলক ভক্তদের সাথে ভাগ করে নিয়েছে আল নাসেরও।

গত রাতে সৌদি প্রো লীগের ম্যাচে ঘরের মাঠে ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসের। প্রথমার্ধেই গোল করে আভা। এরপর বক্সের বাইরে ফ্রি-কিক পায় আল নাসের। শট নিতে যান সি আর সেভেন। প্রতিপক্ষের তিন জন ফুটবলার সামনে দেওয়াল তৈরি করেছিলেন। রোনাল্ডোর শক্তিশালী শট সেই দেওয়াল ভেদ করে চলে যায়। প্রতিপক্ষের গোলকিপার নাগালই পাননি বলের।

চলতি প্রো লীগে নিজেদের ঘরের মাঠে এই প্রথম গোল পেলেন রোনাল্ডো। সবমিলিয়ে আল নাসেরের হয়ে ৯ ম্যাচে রোনাল্ডো গোল করেছেন ৯ টি। গতকাল আভার বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ফ্রি কিক থেকে রোনাল্ডোর গোলে সমতা ফিরে পাওয়ার ৫ মিনিট বাদেই পেনাল্টি পায় আল নাসের। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন অ্যান্ডারসন টালিসকা।

আল নাসেরকে জয় এনে দিয়ে দেশে ফিরছেন রোনাল্ডো। পর্তুগালের নতুন কোচ রবার্টো মার্টিনেজ ডাক পাঠিয়েছেন রোনাল্ডোকে। জাতীয় দলের হয়ে ২০২৪ সালের ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবেন তিনি। ২৩ মার্চ প্রথম ম্যাচে লিচেনস্টাইন এবং ২৬ মার্চ লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলবে পর্তুগাল।

২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অভিষেক ঘটেছিল রোনাল্ডোর। আর এখন তাঁর মুকুটেই পুরুষদের আন্তর্জাতিক গোলের বিশ্ব রেকর্ড। দেশের জার্সিতে ১১৮ টি গোল করেছেন তিনি।

ক্রিশ্চিনায়ো রোনাল্ডো
ISL: ভারত সেরা হতেই বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, মোহনবাগানের সামনে থেকে সরছে 'এটিকে'!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in