সৌদি প্রো লীগে গোলের বন্যা বইয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার আল আদালাকে ৫-০ গোলে হারিয়েছে আল নাসের। এই ম্যাচে জোড়া গোল করেছেন ৩৮-এর রোনাল্ডো। চলতি মরশুমে সৌদির ক্লাবের হয়ে মোট ১১টি গোলের মালিক হয়ে গেলেন সিআর সেভেন।
গতরাতে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় আল নাসের। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অ্যান্ডারসন ট্যালিস্কা। এই গোলের দশ মিনিট বাদে ট্যালিস্কার বাড়ানো ক্রস থেকে আল আদালার জাল খুঁজে নেন সিআর সেভেন। ৭৮ মিনিটে চতুর্থ গোলটি করেন ট্যালিস্কা। আর পঞ্চম গোলটি আসে আয়ম্যান ইয়াহিয়ার পা থেকে।
অন্যদিকে, জার্মান কাপ ডিএফবি পোকালে ঘটলো অঘটন। ফ্রেইবার্গের কাছে হেরে জার্মান লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় ফ্রেইবার্গের কাছে ২-১ গোলে হারলেন মুলার, কিমিখরা।
এদিন অবশ্য ম্যাচের ১৯ মিনিটে প্রথম এগিয়ে গিয়েছিল বায়ার্নই। জশুয়া কিমিখের পাস থেকে গোল করে বাভেরিয়ানদের এগিয়ে দিয়েছিলেন উপমেকানো। এর অল্প সময় বাদেই নিকোলাস হফের গোলে সমতা ফিরে পায় ফ্রেইবার্গ। এই সমতা বজায় ছিল ৯০ মিনিট পর্যন্ত। শেষে যোগ করা ইনজুরি সময়ের শেষ মুহূর্তে এসে হোঁচট খায় বায়ার্ন। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় ফ্রেইবার্গ। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি লুকাস হোলের।
ইংলিশ প্রিমিয়ার লীগে আরও একবার অমিমাংসীত রইলো লিভারপুল-চেলসি ম্যাচ। এই নিয়ে টানা চারবার দুই দলের ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। এবং সর্বশেষ ছ'বারের সাক্ষাতে দুই দলই মাঠ ছেড়েছে ড্র নিয়ে। শেষবার ২০২১ সালের ৫ ই মার্চ লিভারপুলকে হারিয়ে জয় পেয়েছিল চেলসি। এরপর দুই দলের কেউই একে অপরের বিপক্ষে জয় অর্জন করতে পারেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন