মাত্র এক বছরের মধ্যে ঠিকানা বদল ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার। বেঙ্গালুরু এফসি ছেড়ে ওড়িশা এফসিতে গেলেন রয়। এটিকে মোহনবাগান জার্সিতে যেভাবে তিনি খেলেছিলেন সেই চেনা ছন্দে বেঙ্গালুরুর জার্সিতে দেখতে পাওয়া যায়নি তাঁকে। বেঙ্গালুুরু এফসির হয়ে ২২ ম্যাচে মাত্র ৬টি গোল করেছিলেন কৃষ্ণা। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এক নজরে রয় কৃষ্ণাঃ - ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত লাবাসার হয়ে খেলেছিলেন তিনি। সেখান থেকে ওয়েটেকার ইউনাইটেডের হয়ে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন। অকল্যান্ডের হয়ে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রয় কৃষ্ণা। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছিলেন ওয়েলিংটন ফিনিক্সের হয়ে। এর পরে ভারতে আসেন রয় কৃষ্ণা। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এটিকের হয়ে খেলার পরে ২০২০-২০২২ মরশুম পর্যন্ত এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন।
২০২২ সালে বেঙ্গালুরুতে গিয়েছিলেন রয় কৃ্ষ্ণা। মনে করা হয়েছিল ফের এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফিরে যাবেন রয় কৃষ্ণা। কিন্তু ফের ভারতীয় ফুটবলকেই বেছে নিলেন তিনি। ওড়িশা এফসিতে যোগ দিয়ে রয় বলেন, 'ওডিশা এফসি-তে যোগদান করা শুধু আমার জন্য নয় আরও বড় কিছুর অংশ হওয়ার জন্য। আপনি অনুভব করতে পারবেন যে ক্লাবটির শিরোপা জেতার খিদে। এই ক্লাবে যোগদান করে আমার সত্যিই ভালো লাগছে'।
উল্লেখ্য, গতবার রয় ছাড়াও সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাসদের নেয় বেঙ্গালুরু। প্রবীর আর সন্দেশ ২ জনকেই ছেড়ে দেয় সুনীল ছেত্রীর দল। সন্দেশ গেলেন এফসি গোয়া আর প্রবীর কেরালা। গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন আর আইএসএলে রানার্স হয় বেঙ্গালুরু এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন