ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক সংঘাতের প্রভাব রুশ ক্রীড়াক্ষেত্রে ব্যাপকভাবে পড়েছে। রাশিয়াকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এবং ইউরোপীয়ন ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা( UEFA)। যার ফলে শুধু উয়েফা চ্যাম্পিয়নস লীগ, উয়েফা ইউরোপা লীগে তো রুশ ক্লাব গুলি অংশ নিতে পারবে না, তাছাড়া বিশ্বকাপের পাশাপাশি কোনো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের জন্যও রাশিয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। এবার ফিফা এবং উয়েফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের(কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস) দ্বারস্থ হয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার ভবিষ্যত কি হবে, তা নিয়ে প্রশ্ন লেগেই রয়েছে। তার কারণ ফিফা এবং উয়েফা দুই সংস্থাই নির্বাসিত করেছে রাশিয়াকে। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচও সামনের দিকে আসছে। এই পরিস্থিতিতে কোণঠাসা রাশিয়ান ফুটবল ইউনিয়ন দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। ফিফা এবং উয়েফার সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছে আরএফইউ। অবিলম্বে আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব সহ সমস্ত প্রতিযোগীতায় আবেদনের ছাড়পত্র দেওয়ার আর্জি জানিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে তারা।
আন্তর্জাতিক ক্রীড়া আদালত রাশিয়ান ফুটবল ইউনিয়নের আবেদন গ্রহণ করেছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে দু একদিনের মধ্যে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে তারা। কারণ বিশ্বকাপ প্লে অফের সূচী অনুযায়ী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে রাশিয়ার।
যদিও পোল্যান্ড আগেই জানিয়ে দিয়েছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। রবার্ট লেভনডস্কিদের পাশাপাশি সুইডেন ও চেক রিপাবলিকও রাশিয়ার বিপক্ষে না খেলার কথা জানিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন