দীর্ঘ দিনের নির্বাসন কাটিয়ে ফিরে এসেছিলেন ঘরোয়া ক্রিকেটে। আইপিএলের নিলামেও নাম লেখিয়েছিলেন। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। এবার পরবর্তী প্রজন্মের কথা ভেবে প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা এস শ্রীসন্থ।
বুধবার সোশ্যাল মিডিয়াতে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন শ্রীসন্থ। ট্যুইটে লেখেন, "পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমি প্রথম শ্রেণীর ক্রিকেট অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার নিজের সিদ্ধান্ত। যদিও জানি যে, এটা আমাকে কখনই খুশি করবে না। তবু জীবনের এই পর্যায়ে এটা যথাযথ ও সম্মানজনক সিদ্ধান্ত।"
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বিতর্কিত এই ক্রিকেটার। রঞ্জি ট্রফি ২০২২-এ মেঘালয়ের বিপক্ষে খেলতে নেমে জোড়া উইকেটও নিয়েছিলেন তিনি। কেরালা ওই লড়াইয়ে এক ইনিংস এবং ১৬৬ রানে ম্যাচ জিতে নেয়।
২০০৫ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটে শ্রীসন্থের। দেশের হয়ে ২৭ টি টেস্ট, ৫৩ টি ওডিআই এবং ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৮৭ টি, একদিনের ক্রিকেটে ৭৫ টি এবং টি-টোয়েন্টিতে ৭ টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০০২-০৩ মরশুমে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটার পর ৭৪ টি ফার্স্ট ক্লাস এবং ৯২ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। এই দুই মঞ্চে শ্রীসন্থ উইকেট নিয়েছেন যথাক্রমে ২১৩ টি ও ১২৪ টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন