এই বছরের শেষেই টেনিস কেরিয়ারের ইতি টানতে চলেছেন ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডবলস থেকে বিদায় নেওয়ার পরেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সানিয়া। ২০২২ মরশুমই তাঁর শেষ মরশুম। আর এই মরশুমে যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি।
মা হওয়ার পর প্রায় দু'বছর টেনিস থেকে দূরে ছিলেন সানিয়া। গত বছরই ফের কোর্টে প্রত্যাবর্তন করেন। তবে প্রত্যাবর্তনে বিশেষ কিছু এখনও করে দেখাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো তাঁকে।
নাদিয়া কিচেনককে নিয়ে অস্ট্রেলীয় ওপেনে মহিলাদের ডাবলসে নেমেছিলেন সানিয়া। কিন্তু কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে প্রথম রাউন্ডেই হেরে যান। ১ ঘন্টা ৩৭ মিনিটের লড়াইয়ে জুভান-জিদানেসক জুটির পক্ষে ফলাফল ৬-৪, ৭-৬(৫)। ডবলসে হারলেও সানিয়া আমেরিকার রাজীব রামের সাথে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে অংশ নেবেন।
এদিন ম্যাচে হারের পর সানিয়া মির্জা বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মরশুম। আমি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মরশুম খেলতে পারব কিনা জানি না। তবে আমি পুরো মরশুমেই থাকতে চাই।"
ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। মহিলাদের ডবলসের প্রাক্তন এক নম্বর তারকা জিতেছেন ৬ টি গ্র্যান্ড স্ল্যাম। ভারতের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহিলা টেনিস তারকা তিনিই। মিক্সড ডাবলসে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন ও ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন