Sanjay Sen: 'বাংলা ফুটবলে প্রতিভা আছে' - সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হয়ে দাবি সঞ্জয় সেনের

People's Reporter: সঞ্জয় সেন বলেন, 'আমাকে সুযোগ দেওয়ার জন্য আইএফএকে ধন্যবাদ। বাংলা ফুটবলে প্রতিভা আছে সেটা আমি বিশ্বাস করি। সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব।'
সঞ্জয় সেন
সঞ্জয় সেনছবি - সংগৃহীত
Published on

সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নিযুক্ত হলেন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন। সঞ্জয়ের অভিজ্ঞতা বাংলা ফুটবলে অপরীসিম। বয়সভিত্তিক স্তরে ভারতীয় দলকে কোচিং করিয়েছেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন বাংলা দলে।

এর আগে ইউনাইটেড স্পোর্টস, পৈলান অ্যারোজ, মহামেডান স্পোর্টিং, মোহনবাগানের মতো ক্লাবে কোচিং করিয়েছেন সঞ্জয় সেন। তাঁর কোচিংয়েই আই লিগ চ্যাম্পিয়নও হয় মোহনবাগান। মহামেডানকে আইএফএ শিল্ড জেতান। এছাড়া এটিকে, এটিকে মোহনবাগানে আন্টেনিও লোপেজ হাবাসের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

বাংলা দলে এই প্রথম - এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সঞ্জয় সেন। সঞ্জয় সেন বলেন, 'আমাকে সুযোগ দেওয়ার জন্য আইএফএকে ধন্যবাদ। বাংলা ফুটবলে প্রতিভা আছে সেটা আমি বিশ্বাস করি। সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব।'

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, 'আমাদের ফুটবল কমিটি কোচ বাছাই করেছে। ওঁর অভিজ্ঞতার উপর ভিত্তি করেই উনি দায়িত্ব পেয়েছেন। আশা করছি ওঁর নেতৃত্বে বাংলা ভালো ফলাফল করবে।'

বাংলা ২০১৭ সালে শেষবার সন্তোষ ট্রফি জেতে মৃদুল ব্যানার্জীর অধীনে। এরপর আর ট্রফি আসেনি। গতবার বাংলা দল তো মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি। এবারে দেখার সঞ্জয়ের হাত ধরে বাংলা সন্তোষ ট্রফিতে ভালো ফল করতে পারে কিনা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in