মোহনবাগান সমর্থকদের আবেগ বুঝতে পেরেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আর বুঝতে পেরেছেন বলেই মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে আগামী ২০ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের নয়, মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে উপস্থিত থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা।
প্রসঙ্গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস দলেরও মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ইডেনে গতবার প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ হয়েছিল। সেই ম্যাচ দেখতে যান সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরানোর দাবি নিয়ে বেশ কয়েকজন বাগান সমর্থক বিক্ষোভ দেখান তাঁকে।
তবে গত আইএসএলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জেতার পর গোয়েঙ্কা জানিয়েছিলেন, আগামী মরশুম থেকে এটিকে মোহনবাগানের নামের সামনে থেকে 'এটিকে' উঠে যাচ্ছে। নয়া মরশুম থেকে 'মোহনবাগান সুপার জায়েন্টস' নামে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।
তবে এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি শিল্পপতি গোয়েঙ্কা। তিনি শুধু বলেন, 'ওয়েলকাম মোহনবাগান সুপার জায়েন্টস'। এর আগে এটিকে সরানোর দাবি নিয়ে ক্লাবে সমর্থকদের একাংশ তুমুল বিক্ষোভ দেখিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচের সময় ফেস্টুন, ব্যানার, টিফো নিয়ে প্রতিবাদ চলেছে। ওই অংশের সমর্থকদের দাবি ছিল, মোহনবাগান তাঁদের কাছে 'মা'। সেই মাতৃসম ক্লাবের আগে এটিকে নাম জুড়ে দেওয়া কোনওভাবে বরদাস্ত করবেন না। এমনকি আইএসএলে এটিকে মোহনবাগানের ম্যাচ বয়কটের পথে হেঁটেছিলেন বহু সমর্থক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন