IPL 2023: রাজস্থানের জার্সিতে বড় নজির গড়লেন সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালসের হয়ে ১১৫ ম্যাচে ২৯.৭৬ গড়ে ৩০০৬ রান করেছেন সঞ্জু। যেখানে রয়েছে তাঁর দুটি শতরান এবং ১৬ টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ রান ১১৯।
বড় নজির গড়লেন সঞ্জু স্যামসন
বড় নজির গড়লেন সঞ্জু স্যামসনছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ
Published on

রাজস্থান রয়্যালসের হয়ে বড় নজির গড়লেন সঞ্জু স্যামসন। প্রথম ব্যাটার হিসেবে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। রবিবার আমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩২ বলে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন সঞ্জু। আর এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।

রাজস্থান রয়্যালসের হয়ে ১১৫ ম্যাচে ২৯.৭৬ গড়ে ৩০০৬ রান করেছেন সঞ্জু। যেখানে রয়েছে তাঁর দুটি শতরান এবং ১৬ টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ রান ১১৯। ২০২১ সালে এই দলের হয়ে ১৪ ম্যাচে ৪৮৪ রান করেছিলেন স্যামসন। এটিই ছিল তাঁর সবচেয়ে সফল মরশুম।

রাজস্থান রয়্যালসের জার্সিতে স্যামসনের পরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আজিঙ্কে রাহানে। ১০০ ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ২৮১০ রান করেছেন রাহানে। তৃতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার ব্যাটার জস বাটলার। মাত্র ৬৩ ম্যাচে ২৫০৮ রান করেছেন এই ইংলিশ উইকেটকিপার। এরপরে রয়েছেন যথাক্রমে শেন ওয়াটসন এবং রাহুল দ্রাবিড়। ওয়াটসন ৭৮ ম্যাচে রাজস্থানের হয়ে করেন ২৩৭২ রান এবং দ্রাবিড় ৪৬ ম্যাচে ১২৭৬ রান।

আইপিএলে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ২২৭ ম্যাচে ৬,৮৩৮ রান করেছেন বিরাট। দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। পাঞ্জাব অধিনায়ক ২১০ ম্যাচে ৬৪৭৭ রান করেছেন। সঞ্জু স্যামসন রয়েছেন এই তালিকার ১৭ তম স্থানে।

বড় নজির গড়লেন সঞ্জু স্যামসন
EPL : শিরোপা জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেলো আর্সেনাল, শেষ চারের আসন মজবুত করলো ম্যান ইউ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in