ভারতীয় টেস্ট দলে ছেলে ডাক পেতেই বিসিসিআইকে ধন্যবাদ দিলেন সরফরাজ খানের বাবা। পাশাপাশি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানান তিনি।
কার্যত অপ্রত্যাশিত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সরফরাজের ডাক পাওয়া। রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুল চোট পাওয়ার কারণে তাঁকে টেস্ট দলে ডাকা হয়েছে। এই খবর পেয়ে খুবই খুশি 'বিদ্রোহী' ক্রিকেটার এবং তাঁর বাবা। একটি ভিডিও বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, "সকলেই জানেন যে সরফরাজ টেস্ট দলে ডাক পেয়েছে। আমি সকলকেই ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে যেখান থেকে সরফরাজ নিজের কেরিয়ার শুরু করেছিল সেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এছাড়া ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি যেখানে সরফরাজের অনেক অভিজ্ঞতা হয়েছে তাঁদেরকেও ধন্যবাদ দিতে চাই। বিসিসিআই এবং নির্বাচকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যাঁরা সরফরাজের ওপর ভরসা করেছেন। সরফরাজের সমস্ত সমর্থকদেরও ধন্যবাদ। আমরা সকলেই চাই সে নিজের দেশের হয়ে খেলে দেশকে জেতাতে সাহায্য করুক"।
অন্যদিকে, দ্বিতীয় টেস্টের জন্য ডাক পেয়েই মঙ্গলবার ভোরেই ময়দানে নেমে পড়েছেন সারফারজ। তিনি নিজেও ভাবতে পারেননি তাঁকে টেস্ট দলে ডাকা হবে। কারণ এর আগে বহুবার বিসিসিআই-র বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। এক সংবাদসংস্থাতে বলেও ছিলেন, "আমি যেখানেই যাই সেখানেই আমার শুনতে হয় যে আমি শীঘ্রই ভারতীয় দলের হয়ে খেলব। কিন্তু, একটানা রান করা সত্ত্বেও, প্রতিবারই টিম ইন্ডিয়া নির্বাচনের সময় আমার নাম সেই তালিকায় দেখতে পাই না, যা দেখার পরে হতাশ হয়ে যাই।"
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারতের দ্বিতীয় টেস্ট। তার আগেই গতকাল বিসিসিআই-র তরফ থেকে রাহুল ও জাদেজার না থাকার কারণ জানানো হয়। পরিবর্তে সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন