ইন্দোনেশিয়া ওপেনে ইতিহাস গড়ার পুরস্কার, কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং-এ সাত্ত্বিক-চিরাগ

প্রথমবার BWF সুপার ১০০০ ইভেন্টের খেতাব জিতেছেন সাত্ত্বিক-চিরাগ। যার ফলে নিজেদের কেরিয়ারে সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন সাত্ত্বিক-চিরাগ।
সাত্ত্বিক-চিরাগ
সাত্ত্বিক-চিরাগছবি সৌজন্যে BWF ট্যুইটার হ্যান্ডেল
Published on

ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস গড়েছেন ভারতের তারকা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উই ইক সোহ জুটিকে হারিয়ে প্রথমবার BWF সুপার ১০০০ ইভেন্টের খেতাব জিতেছেন সাত্ত্বিক-চিরাগ। এই সাফল্যের ফলস্বরূপ বিডব্লিউএফ র‍্যাঙ্কিং-এ বড় লাফ দিলেন ভারতের এই পুরুষ ডবলস জুটি। নিজেদের কেরিয়ারে সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন সাত্ত্বিক-চিরাগ।

চলতি বছরেই ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। এছাড়াও সুইশ ওপেনও নিজেদের করেছিলেন তাঁরা। ইন্দোনেশিয়া ওপেন জয়ের পর কেবলমাত্র অলিম্পিক পদক ছাড়া আর সম্ভাব্য প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন সাত্ত্বিক-চিরাগ। বিশ্বচ্যাম্পিয়নশীপ, থমাস কাপ, কমনওয়েলথ গেমস, বিডব্লিউএফ ট্যুরে সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০, সুপার ৭৫০ এর পর সুপার ১০০০-এও পদক জিতলেন এই জুটি।

পুরুষদের সিঙ্গলস র‍্যাঙ্কিং-এ ভারতের মধ্যে শীর্ষ দশে রয়েছেন কেবল এইচএস প্রণয়। নবম স্থানে রয়েছেন তিনি। তবে র‍্যাঙ্কিং-এ উন্নতি ঘটেছে কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেনের। তিন ধাপ এগিয়ে বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১৯ নম্বরে রয়েছেন শ্রীকান্ত। দুই ধাপ এগিয়ে ১৮ নম্বরে রয়েছেন লক্ষ্য সেন।

চলতি বছরটা খুব একটা ভালো যায়নি সিন্ধুর। তাও র‍্যাঙ্কিং-এ এগিয়ে এলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে ১২ নম্বরে উঠে এলেন তিনি। মহিলাদের ডবলসে গায়েত্রী গোপীচাঁদ এবং ট্রিসা জলি জুটি নিজেদের ১৬ নম্বর স্থান ধরে রেখেছেন। সাইনা নেহওয়াল মহিলাদের সিঙ্গলসে অনেকটাই পিছিয়ে ৩১ নম্বরে রয়েছেন।

সাত্ত্বিক-চিরাগ
SAFF Championship: অবশেষে মিটলো ভিসা সমস্যা, আজ রাতেই ভারতে আসছে পাক দল
সাত্ত্বিক-চিরাগ
Bhavani Devi: প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয় ভবানী দেবীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in