China Masters 2023: শেষ আটে সাত্ত্বিক-চিরাগ জুটি, কোয়ার্টার ফাইনালে প্রণয়ও

People's Reporter: চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে চীনের শেনজেনে। বৃহস্পতিবার পুরুষদের ডবলসে বাজিমাত করে সাত্ত্বিক-চিরাগ জুটি।
সাত্ত্বিক-চিরাগ জুটি
সাত্ত্বিক-চিরাগ জুটিছবি - আই এ এন এস-র ট্যুইটার
Published on

চায়না মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় শাটলার এইচ এস প্রণয় এবং সাত্ত্বিক-চিরাগ জুটি। পুরুষদের ডবলসে জাপানি জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় জুটি।

চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে চীনের শেনজেনে। বৃহস্পতিবার পুরুষদের ডবলসে বাজিমাত করে সাত্ত্বিক-চিরাগ জুটি। জাপানের আকিরা কোগা এবং টিয়াচি সাইটো জুটিকে ২১-১৫ এবং ২১-১২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে এই ভারতীয় জুটি।

প্রথম থেকেই দাপটের সাথে খেলতে থাকতে সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ সেট্টি। বিপক্ষ টিম কিছুটা লড়াইয়ে ফিরলেও তা বেশীক্ষণ ধরে রাখতে পারেনি। শেষ আটে ভারতীয় তারকা জুটিকে খেলতে হবে ইন্দোনেশিয়ার লিও রোলি কারনাডো এবং ড্যানিয়েল মার্টিন জুটি।

অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে খেতাব জয়ের আশা জাগিয়ে রেখেছেন বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষ ম্যাগনাস জোহানেসেনকে ২১-১২ এবং ২১-১৮ ব্যবধানে জয় অর্জন করেন প্রণয়। দু'জনের মধ্যে ৪০ মিনিট ধরে ম্যাচ চলেছিল।

উল্লেখ্য, গতকাল এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আরও দুই ভারতীয় শাটলার লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্ত। চীনা প্রতিপক্ষ শি ইউকির কাছে ১৯-২১ এবং ১৮-২১ ব্যবধানে হারেন লক্ষ্য। কিদাম্বি হারেন থাইল্যান্ডের কুনলাভুট ভিটিদসার্নের কাছে। খেলার ফলাফলা ছিল ১৫-২১, ২১-১৪ এবং ১৩-২১।

সাত্ত্বিক-চিরাগ জুটি
Marlon Samuels: দুর্নীতির অভিযোগ, ৬ বছরের জন্য নির্বাসিত বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটার!
সাত্ত্বিক-চিরাগ জুটি
Baichung Bhutia: এবার সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিলেন বাইচুং ভুটিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in