শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সম্পর্কে আরও জট পাকলো। শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে সই করা নিয়ে দুই পক্ষে বিবাদ চলছিলোই। গতকালই ক্লাবের কর্মসমিতির বৈঠকে ঠিক হয় শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল। এরপরে এদিন রাতেই ক্লাবের ট্যুইটার হ্যান্ডেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
গতকালের বৈঠকে ইস্টবেঙ্গল কর্মসমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিপত্রে সই করা হবেনা। প্রয়োজন হলে কর্মসমিতি থেকে সমস্ত সদস্য একসঙ্গে পদত্যাগ করবেন। এরপর রাতেই এস সি ইস্টবেঙ্গলের ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এখানে সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। একইভাবে নোটিশ দেওয়া হয় ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম পেজেও।
দীর্ঘদিন ধরেই শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করা নিয়ে বিবাদ চলছে। শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তিতে সই না করলে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক থাকবে না। ক্লাব চুক্তিপত্রে সই না করলে কোনো আলোচনা হবে না। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্যদের বক্তব্য, আলোচনার মাধ্যকে আগে সমস্যা মেটাতে হবে। তারপরেই চুক্তিতে সই করার প্রশ্ন। কোনো অবস্থাতেই ক্লাবের সুরক্ষার সঙ্গে আপোষ করা সম্ভব নয়।
এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগ, খসড়া চুক্তিপত্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রের বহু পার্থক্য আছে। চূড়ান্ত চুক্তিপত্রে এমন অনেক জিনিস ঢোকানো হয়েছে যা খসড়া চুক্তিপত্রে ছিলো না। এইসব শর্ত মেনে নিলে ক্লাব বিক্রি হয়ে যাবে। তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন