টোকিও অলিম্পিক্সে দেশকে রূপো এনে দিয়েছেন কুস্তিগীর রবি কুমার দাহিয়া। তাঁকে সম্মান জানিয়ে মঙ্গলবার দিল্লি সরকারের উদ্যোগে আদর্শ নগরের রাজকীয় বাল বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হলো রবি দাহিয়া বাল বিদ্যালয়। এই বিদ্যালয়েই ছোটো বেলায় পড়েছিলেন অলিম্পিয়ান রবি।
মঙ্গলবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া রবিকে সংবর্ধনা দেওয়ার পর ঘোষণা করেন তাঁর নামে বিদ্যালয়ের নামকরণ করা হচ্ছে। মণীশ সিসোদিয়া বলেন, "কঠিন পরিশ্রমের দ্বারা দিল্লি সরকারি স্কুলের এক ছাত্র এখন জাতির যুবদের আইকন। এটা অত্যন্ত গর্বের বিষয় যে দিল্লির সরকারি স্কুলের একজন প্রাক্তন ছাত্র ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জিতেছে। এই স্কুলে রবি দাহিয়ার একটি বড় ছবিও স্থাপন করা হবে। যাতে ছোট ছেলে মেয়েরা অলিম্পিক্সের স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত হয় এবং আমাদের মহান জাতিকে গৌরবান্বিত করে।"
তিনি আরও বলেন,"দিল্লি সরকার দিল্লিতে প্রতিটি স্তরে খেলাধুলার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শীঘ্রই দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটির সাথে মিলিত হয়ে স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স অফ স্পোর্টস স্থাপন করতে যাচ্ছে। এর ভাবনা হল খেলাধুলায় তরুণ প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়া এবং ক্রীড়া ক্ষেত্রে তাদের ক্রমাগত সমর্থন করা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই স্কুলে ভর্তি পর্ব শুরু হবে।"
নিজের ছেলেবেলার স্কুলের নামকরণ করা হয়েছে তাঁর নামে। এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত রবি দাহিয়া। দিল্লি সরকারকে সম্মান জানিয়ে মঙ্গলবার রবি জানান," আর্থিক ভাবে সহায়তার মাধ্যমে অলিম্পিক্সে পদক জিততে ধারাবাহিক ভাবে সমর্থন করেছে দিল্লি সরকার।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন