Charlie Cassell: অভিষেক ম্যাচে বিশ্বরেকর্ড স্কটিশ বোলার চার্লির! সেরা বোলিং-এ টপকালেন রাবাডাকে

People's Reporter: মোট ৫.৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছেন স্কটিশ বোলার। সাথে ১টি মেডেন ওভারও পান তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হন চার্লি।
চার্লি ক্যাসেল
চার্লি ক্যাসেলছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

অভিষেক ম্যাচে নেমে একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন স্কটল্যান্ডের বোলার চার্লি ক্যাসেল। ৯ বছর আগের করা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার রেকর্ড ভাঙলেন এই স্কটিশ বোলার।

ওমানের বিরুদ্ধে ম্যাচ ছিল স্কটল্যান্ডের। নিজের অভিষেক ম্যাচ খেলতে নামেন চার্লি। প্রথমে ব্যাট করে ওমান। ১২তম ওভারে বল করতে আসেন চার্লি ক্যাসেল। প্রথম বলেই উইকেট নেন তিনি। ওমান ব্যাটার জিসান মাকসুদকে এলবিডব্লিউ করেন চার্লি। ওই একই ওভারে আরও ২টি উইকেট নেন তিনি। মোট ৫.৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছেন স্কটিশ বোলার। সাথে ১টি মেডেন ওভারও পান তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হন চার্লি।

২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সেরা বোলিং-র রেকর্ড গড়েছিলেন কাগিসো রাবাডা। সেই ম্যাচে তিনি ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। তাঁর পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডস। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ২২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

চার্লির বোলিং-র দাপটে ২১.৪ ওভারে ৯১ রানে থেমে যায় ওমানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে ম্যাচ জেতে স্কটল্যান্ড। ভবিষ্যতে চার্লির কাছ থেকে আরও এই ধরণের ইনিংস দেখার জন্য মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in